Prajakta Koli Haldi Pics: গায়ে হলুদে হবু বরের থেকে চোখ ফেরাতে পারলেন না প্রাজক্তা, ছবি শেয়ার করলেন ইউটিউবার

রবিবার ছিল হবু দম্পতির মেহেন্দির অনুষ্ঠান। সোমবার হল গায়ে হলুদ। অনুষ্ঠানের মিষ্টি মধুর ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'মিসম্যাচড' খ্যাত অভিনেত্রী।

Prajakta Koli Haldi Pics (Photo Credits: Instagram)

মেহেন্দির পর এবার গায়ে হলুদের অনুষ্ঠান। ইউটিউবার তথা অভিনেত্রী প্রাজক্তা কোলি (Prajakta Koli) বিয়ের পিঁড়িতে উঠতে চলেছেন। প্রেমিক বৃষঙ্ক খানালের (Vrishank Khanal) সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন প্রাজক্তা। ১৩ বছরের প্রেম তাঁদের। রবিবার ছিল হবু দম্পতির মেহেন্দির অনুষ্ঠান। সোমবার হল গায়ে হলুদ (Prajakta Koli Haldi Ceremony)। অনুষ্ঠানের মিষ্টি মধুর ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'মিসম্যাচড' খ্যাত অভিনেত্রী। যদিও এর আগে 'যুগযুগ জিও' (Jugjugg Jeeyo) ছবিতে বরুণ ধওয়ান (Varun Dhawan), কিয়ারা আডবাণী (Kiara Advani), অনিল কাপুরদের (Anil Kapoor) সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন প্রাজক্তা।

প্রাজক্তার গায়ে হলুদঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Prajakta Koli (@mostlysane)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now