RJ Mahvash Expressing 'One Sided Love For Shubman Gill': চাহালের সঙ্গে ছবি ভাইরাল হতেই শুভমন গিলের উপর 'ভালবাসা প্রকাশ' আর জে মাহবাশের, ভাইরাল ভিডিয়ো

Shubman Gill, RJ Mahvash, Yuzvendra Chahal (Photo Credit: Instagram)

আর জে মাহবাশের (RJ Mahvash) সঙ্গে শুভমন গিলের একটি ভিডিয়ো ভাইরাল হল। যেখানে শুভমন গিলের  (Shubman Gill) প্রতি 'ভালবাসা' প্রকাশ করেন মাহবাশ। গিলকে দেখে তাঁকে ক্যামেরায় বন্দি করে মাহবাশ ছুটে যান হোটেলের অন্দরে। সেখানে লেবু কাটেন এবং তা ঝোলানোর চেষ্টা করেন যাতে গিলের উপর কারও নজর না পড়ে। যদিও পুরোটাই মজার ছলে শ্যুট করেন আর জে মাহবাশ। তবে চাহালের সঙ্গে মাহবাশের ছবি ভাইরাল হওয়ার পর গিলের সঙ্গে তাঁর সেই পুরনো ভিডিয়ো পালটা ভাইরাল হতে শুরু করে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় আর জে মাহবাশকে নিয়ে। প্রসঙ্গত ধনশ্রী ভর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালেের বিচ্ছেদ খবর যখন তুঙ্গে, সেই সময় ক্রিকেটারের সঙ্গে মাহবাশের ছবি প্রকাশ্যে আসে। যার জেরে চর্চা শুরু হলে পালটা কটাক্ষ করেন ধনশ্রী ভর্মা। কারও নাম না নিয়েই চাহাল এবং মাহবাশকে নিয়ে যে ধনশ্রী কটাক্ষ করছেন, তা কারও বুঝতে অসুবিধা হয়নি।

আরও পড়ুন: Dhanashree Verma-Yuzvendra Chahal: আর জে মাহবাশের সঙ্গে চাহাল, ছবি ভাইরাল হতেই ঘুরিয়ে কটাক্ষ ধনশ্রীর

ভাইরাল আর জে মাহবাশের সঙ্গে শুভমন গিলের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement