Money Heist-এর বার্লিনকে দিয়ে আলাদা ওয়েব সিরিজ, আট পর্বের সিরিজটি দেখা যাচ্ছে Netflix এ

মানি হাইস্ট্রিড বিশেষ চরিত্র বার্লিনকে নিয়ে আলাদা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে

Netflix (Photo Credit: Twitter)

স্পেনের জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্ট গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিল। একদল হেরে যাওয়া মানুষের দেশের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা নিয়ে তৈরি হওয়া মানি হাইস্ট সব বয়সের মানুষের অত্যন্ত প্রিয়। সেই মানি হাইত্তের এক জনপ্রিয় চরিত্রের নাম ছিল বার্লিন। বার্লিন আপাত ভিলেন চরিত্র হলেও তার চারিত্রিক বৈশিষ্ট্য সবার মনে দাগ কেটেছিল। মানি হাইস্টের প্রধান চরিত্র প্রফেসারের দাদা বার্লিনকে নিয়ে এবার আলাদা এক ওয়েব সিরিজ আনল নেটফ্লিক্স। বার্লিন নামের এই ওয়েব সিরিজে মোট আটটি পর্ব আছে। ইংরেজি পাশাপাশি হিন্দি তামিল তেলেগুতেও দেখা যাচ্ছে বার্লিন। প্রতিটি এপিসোড ৪২ থেকে ৫৭ মিনিটের মধ্যে রাখা হয়েছে। মানি হাইস্টে বার্লিন চরিত্র সিরিজটিকে আলাদা মাত্রা দিয়েছিল। এবার বার্লিন ওয়েব সিরিজে বার্লিন কি রং দেখায় সেটাই দেখার।

দেখুন খবরটি

Money Heist spinoff series #Berlin is now streaming on @NetflixIndia and @netflix

Runtime: 8 episodes, 42-57 minutes

Audio: In the original Spanish, along with English, Hindi, Tamil and Telugu pic.twitter.com/FJoD6SxhSy

— BINGED (@Binged_) December 29, 2023

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)