Devara on OTT: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে দেভারা, এনটিআর-জাহ্নবী-সইফের সঙ্গে উইকেন্ড হোক জমজমাট
প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে মুক্তি পেতে চলছে এনটিআর, সইফ এবং জাহ্নবীর ছবি। নেটফ্লিক্সে দেখতে পাবেন ছবিটি। তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম এই চারটি ভাষায় আপাতত নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দেভারা।
তারকা-খচিত অ্যাকশন থ্রিলার ছবি 'দেভারা' এবার মুক্তি পেতে চলেছে ওটিটি মঞ্চে (Devara on OTT)। কোরতালা শিবা পরিচালিত এই তেলুগু ছবি বক্স অফিসে ঝড় তোলার পর এবার ডিজিটাল মঞ্চে মুক্তির পালা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর (Jr NTR)। এছাড়াও দেভারার হাত ধরে দক্ষিণী চলচ্চিত্র জগতে পা রেখেছেন ছবির আরও দুই তারকা। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এবং সইফ আলি খান (Saif Ali Khan)। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, মালায়লাম, কন্নড় এবং হিন্দি ভাষাতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দেভারা (Devara)। ভারতে ছবির ব্যবসা ৩০০ কোটি ছুঁইছুঁই। বিশ্বজুড়ে ছবির বক্স অফিস সংগ্রহ ৫০০ কোটি টাকা পার করেছে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে মুক্তি পেতে চলছে এনটিআর, সইফ এবং জাহ্নবীর ছবি। নেটফ্লিক্সে (Netflix) দেখতে পাবেন ছবিটি। তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম এই চারটি ভাষায় আপাতত নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দেভারা।
ওটিটি মঞ্চে দেভারা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)