Chris Rock Finally Addressed On Slap: অস্কারের মঞ্চে থাপ্পড় খেয়ে এখনও ঘোরে রয়েছেন ক্রিস রক, কী বললেন তিনি?
অস্কারের মঞ্চে ছবি নয়, হিট হয়ে গেলেন ক্রিস রক ও (Chris Rock) উইল স্মিথ। মঞ্চে না থেকেও প্রচারের আলো কেড়ে নিয়েছেন জিডা পিনকেট স্মিথ।
অস্কারের মঞ্চে ছবি নয়, হিট হয়ে গেলেন ক্রিস রক ও (Chris Rock) উইল স্মিথ। মঞ্চে না থেকেও প্রচারের আলো কেড়ে নিয়েছেন জিডা পিনকেট স্মিথ। তাঁকে নিয়ে চটুল রসিকতার মাশুল গুনতে হয়েছে ক্রিস রককে। গালে এসে পড়েছে উইল স্মিথের সপাট থাপ্পড়। এহেন চড় খেয়ে এখনও ঘোরের মধ্যেই রয়েছেন ক্রিসরা। দিন চারেকের মাথায় বস্টনের এক সোল্ড-আউট শোয়ে এনিয়ে মুখ খুলেছেন সঞ্চালক। তবে নেতিবাচক কোনও মন্তব্যে না গিয়ে বলেছেন, ঘটনাটি যেমন গুরুগম্ভীর বিষয় ছিল, তেমন মজারও। আসলে যে কী ছিল, তিনি এখনও বুঝে উঠতে পারেননি।
দেখুন পোস্ট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)