Pankaj Tripathi Turns 45: পঙ্কজ ত্রিপাঠি পা দিলেন ৪৫-এ, ওয়েব সিরিজ থেকে সিনেমায় চলছে পঙ্কজ রাজ
আজ, ৫ সেপ্টেম্বর জন্মদিন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। ওটিটি বিনোদনের যুগে এখন দেশের অন্যতম সবচেয়ে বড় তারকা। কনটেন্ট ইজ দ্য কিংয়ের দুনিয়ায় পঙ্কজ যেন এখন আস্ত কিংডম। মির্জাপুর-এর অখণ্ডনাথ ত্রিপাঠি থেকে ক্রিমিনাল জাস্টিস-এর দুরন্ত উকিল।
আজ, ৫ সেপ্টেম্বর জন্মদিন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। ওটিটি বিনোদনের যুগে এখন দেশের অন্যতম সবচেয়ে বড় তারকা। কনটেন্ট ইজ দ্য কিংয়ের দুনিয়ায় পঙ্কজ যেন এখন আস্ত কিংডম। মির্জাপুর (Mirzapur)-এর অখণ্ডনাথ ত্রিপাঠি থেকে ক্রিমিনাল জাস্টিস (Criminal Justice)-এর দুরন্ত উকিল। পঙ্কজ ত্রিপাঠি মানেই ওটিটি-র পর্দায় আগুন। পারিশ্রমিক, জনপ্রিয়তার বিচারে ওটিটি দুনিয়ায় তিনিই এখন এক নম্বরে। তাঁর হাতে কাজের ছড়াছড়ি এখন। সবারই জানা গল্প যে দুনিয়ায় রাজা, সেই দুনিয়ার রাজত্বের চাবিকাঠিটা তো পঙ্কজের মত দুরন্ত চরিত্র অভিনেতাদের কাছেই থাকবে।
তবে শুধু ওটিটি প্ল্যাটফর্মেই নয়, বড় পর্দাতেও সমান রকম ভাল কাজ করেছেন পঙ্কজ। নিউটন থেকে গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল, বারেলি কী বরফি-র মত সিনেমায় দুরন্ত অভিনয় করেছেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠির জন্মদিনে ভক্তরা কীভাবে শুভেচ্ছা জানালেন
পঙ্কজ ত্রিপাঠির জন্মদিনে ভক্তরা কীভাবে শুভেচ্ছা জানালেন
পঙ্কজ ত্রিপাঠির জন্মদিনে ভক্তরা কীভাবে শুভেচ্ছা জানালেন
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)