Gangubai Kathiawadi: 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-র নতুন পোস্টারে চমক আলিয়ার, ট্রেলর আসছে শুক্রবার
ভক্তদের যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসেই রিলিজ করছে আলিয়া ভাটের 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। আগামী ২৫ ফেব্রুয়ারি রিলিজ করতে চলেছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই সিনেমা।
ভক্তদের যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসেই রিলিজ করছে আলিয়া ভাটের 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'(Gangubai Kathiawadi)। করোনার কারণে বারবার পিছিয়েছে এই সিনেমার রিলিজ ডেট। আগামী ২৫ ফেব্রুয়ারি রিলিজ করতে চলেছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই সিনেমা। তার আগে সিনেমার পোস্টার রিলিজ করা হল। আর শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ট্রেলর রিলিজ করছে। গাঙ্গুবাঈ ছিলেন গুজরাটের কাঠিওয়ারের বাসিন্দা। ছোট বয়সেই জোর করে গাঙ্গুবাইকে দেহ ব্যবসায় নামনো হয়।
মাফিয়া ডন করিম লালার গ্যাঙের এক সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণ করে, যার বিচার চেয়ে গাঙ্গুবাঈ করিমলালার সঙ্গে দেখা করেন এবং তাঁর হাতে রাখি বেঁধে মাফিয়া ডন করিম লালাকেই ভাই বানিয়ে নেন। আর এর পরই কামতাপুর এলাকায় গাঙ্গুবাইয়ের রাজত্ব শুরু হয়। মাফিয়া ক্যুইন গাঙ্গুবাইয়ের জীবনী নিয়েই এই সিনেমা।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)