Sushmita Sen: কাশ্মীরি রোহমানকে বিয়ে করছেন সুস্মিতা সেন? কী জানালেন অভিনেত্রী

Sushmita Sen With Her Boyfriend (Photo Credit: Instagram)

সুস্মিতা সেন (Sushmita Sen) কি রোহমান শলকে (Rohman Shawl) বিয়ে করছেন? সম্প্রতি বি টাউনে ফের এমন গুঞ্জন শুরু হয়। মডেল রোহমান শলকে বিয়ে করবেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় সুস্মিতাকে। যার উত্তরে অভিনেত্রী জানান, তাঁর জীবনে বিয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাউকে ভারসা করা, পাশে থাকা। সঙ্গীর উপর ভরসা থাকাটা সবচেয়ে জরুরি তাঁর জীবনে। এমনই জানান সুস্মিতা। সম্পর্কে যদি বন্ধুত্ব এবং ভরসা থাকা সবচেয়ে জরুরি বলেও মত প্রকাশ করেন পর্দার আরিয়া। সেই কারণে বিয়ের থেকে বেশি তিনি বন্ধুত্বের উপরই সব সময় বেশি নির্ভরশীল বলেও মনে করেন সুস্মিতা সেন।

আরও পড়ুন: Sushmita Sen Suffers Heart Attack: হৃদরোগে আক্রান্ত হয়ে কেমন আছেন সুস্মিতা সেন

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram