Salman Khan: খান পরিবারে একসঙ্গে জোড়া বিবাহবার্ষিকী উদযাপন, খুশিতে ডগমগ সলমন
পেল্লাই চেহারার দুটি কেক বসানো রয়েছে টেবিলে। কেক দুটির উপরে দুই দম্পতির নামের আদ্যাক্ষর দেওয়া রয়েছে। S.S এবং A.A।
একসঙ্গে জোড়া বিবাহবার্ষিকী উদযাপন হল খান পরিবারে। প্রবীণ এবং নবীন দুই প্রজন্মের বিবাহবার্ষিকী একসঙ্গে উদযাপিত হল। এক দাম্পত্যের বয়স হল ৬০, অপর দাম্পত্যের বয়স ১০-এ পা দিল। মঙ্গলবার বাবা বর্ষীয়ান অভিনেতা তথা প্রযোজক সেলিম খানের (Salim Khan) ৬০'তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন ছেলে সলমন খান (Salman Khan)। একই সঙ্গে বোন অর্পিতা খান শর্মার ১০'তম বিবাহবার্ষিকীও উদযাপিত হল। খান পরিবারে জোড়া বিবাহবার্ষিকী উদযাপনের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। পেল্লাই চেহারার দুটি কেক বসানো রয়েছে টেবিলে। কেক দুটির উপরে দুই দম্পতির নামের আদ্যাক্ষর দেওয়া রয়েছে। S.S এবং A.A। প্রথমটি সলমনের বাবা সেলিম এবং মা সুশীলা অর্থাৎ সেলিমের প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় কেকটি ছিল সলমনের বোন অর্পিতা এবং তাঁর স্বামী আয়ুশের জন্যে। সপরিবারে এদিন দুই দম্পতির বিবাহবার্ষিকীতে মেতে উঠেছিলেন সলমন।
জোড়া বিবাহবার্ষিকী উদযাপন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)