Orry-Rihanna: আম্বানিদের অনুষ্ঠানে ওরির কানের দুলে মুগ্ধ রিহানা, হাতে নিয়ে বললেন 'খুব পছন্দ'

ওরির কানের দুলটি ভারি পছন্দ হয়েছে মার্কিন পপ তারকার। তাই তো কখনও সেটি রিহানার হাতে আবার কখনও কানে দেখা গিয়েছে।

Orry with Rihanna (Photo Credits: Instagram)

জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ (Anant Ambani and Radhika Merchant Pre-Wedding) অনুষ্ঠানে দেশ বিদেশের নামীদামী শিল্পপতি, বলি তারকাদের পাশাপাশি নজর কেড়েছেন সোশ্যাল মিডিয়া তারকা ওরি (Orry)। বলিউডের প্রায় সমস্ত পার্টিতেই দেখা যায় তাঁকে। আম্বানিদের অনুষ্ঠানেও অতিথি ছিলেন তিনি। রিহানার (Rihanna) সঙ্গে শেয়ার করেছেন নিজের একগুচ্ছ ছবি। ওরির কানের দুলটি ভারি পছন্দ হয়েছে মার্কিন পপ তারকার। তাই তো কখনও সেটি রিহানার হাতে আবার কখনও কানে দেখা গিয়েছে। ছবি শেয়ার করে ওরি লেখেন, 'আমার কানের দুলের যাত্রা। এখন তারা আরও ভালো জায়গায় রয়েছে। তারা জামনগরে প্রেম খুঁজে পেয়েছে'। ওরির এই বার্তায় নেটবাসীর ধারণা, তাঁর কানের দুলজোড়া রিহানার এতই পছন্দ হয়েছে যে, সে ওই দুলজোড়া নিয়েই ফিরে গিয়েছে।

আরও পড়ুনঃ নিজের বিয়ের গয়নায় আম্বানিদের অনুষ্ঠানে সেজে উঠলেন করিনা, সাবেকিয়ানায় নতুন-পুরনোর ছোঁয়া

দেখুন...

 

View this post on Instagram

 

A post shared by Orhan Awatramani (@orry)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif