Masaba Gupra: ভরা মিডিয়ার সামনেই চুম্বনে জড়ালেন মাসাবা এবং সত্যদ্বীপ, ভালোবাসার মুহূর্তের সাক্ষী হন আপনিও

বিয়ের উল্লাসে মিডিয়া পরিবার পরিজন সকলের সামনেই মাসাবা এবং সত্য একে অপরের ঠোঁটে ঠোঁট দিয়ে গভীর চুম্বনে আবদ্ধ হলেন। দম্পতিকে চুমু খেতে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাপারাৎজিও।

Photo Credits: Instagram

মুম্বই, ৩১ জানুয়ারিঃ বিয়ের রাত কেক কেটে বিবাহ পরবর্তী অনুষ্ঠান উদযাপন করলেন বলিউড পোশাক শিল্পী মাসাবা গুপ্তা (Masaba Gupra) এবং অভিনেতা স্বামী সত্যদ্বীপ মিশ্র (Satyadeep Misra)। মিডিয়াকে সামনে রেখেই এদিনের উদযাপন চলেছে। পাপারাৎজিকে (Paparazzi) সাক্ষী রেখেই নতুন জীবনে পা রেখেছেন নবদম্পতি। বিয়ের উল্লাসে মিডিয়া পরিবার পরিজন সকলের সামনেই মাসাবা এবং সত্য একে অপরের ঠোঁটে ঠোঁট দিয়ে গভীর চুম্মনে আবদ্ধ হলেন। দম্পতিকে চুমু খেতে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাপারাৎজিও। ‘আরও একবার, আরও একবার’ বলে উৎসাহ দেন তাঁরা। প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছেন মাসাবা এবং সত্যদ্বীপ। একেবারে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে যুগলের বিয়ে।

আরও পড়ুনঃ ছেলেবেলায় একই স্কুলে পড়তেন হৃত্বিক এবং জন আব্রাহাম, দেখুন তো চিনতে পারেন কিনা

মিডিয়ার সামনেই চুম্বনে জড়ালেন মাসাবা এবং সত্যদ্বীপ, দেখুন সেই ভিডিয়োঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)