Koffee With Karan Season 8 Promo: কফি উইথ করণে অনন্যা এবং আদিত্যর সম্পর্ক নিয়ে বড় রহস্য ফাঁস করলেন সারা আলি খান, লজ্জায় লাল নায়িকারা

কফি উইথ করণ সিজিন ৮ এর আসন্ন এপিসোডে অতিথি হয়ে আসছেন সারা এবং অনন্যা। আর সেই এপিসোডের প্রোমো সাম্প্রতি প্রকাশ পেয়েছে।

Karan Johar, Sara Ali Khan, Ananya Panday (Photo Credits: Instagram)

বলিপাড়া জুড়ে যখন অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কপূরের (Aditya Roy Kapoor and Ananya Panday) প্রেমের গুঞ্জন তুঙ্গে ঠিক সেই সময়ে অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) যুগলের সম্পর্কে সিলমোহর দিলেন। কফি উইথ করণ সিজিন ৮ এর (Koffee With Karan Season 8) আসন্ন এপিসোডে অতিথি হয়ে আসছেন সারা এবং অনন্যা (Ananya Panday)। আর সেই এপিসোডের প্রোমো সাম্প্রতি প্রকাশ পেয়েছে। যেখানে সঞ্চালক করণ (Karan Johar) সারাকে জিজ্ঞাসা করছেন, এমন একটা জিনিস বলো যেটা অনন্যার আছে কিন্তু তোমার নেই। জবাবে সারা বলেন, 'একজন নাইট ম্যানেজার'। উল্লেখ্য, আদিত্য রয় কপূর অভিনীত ওয়েব সিরিজ 'দ্য নাইট ম্যানেজার' (The Night Manager) ব্যাপক সাফল্য অর্জন করেছে দর্শক মহলে।

দেখুন এপিসোডএর প্রোমো... 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now