Kartik Aaryan and Sreeleela Movie: দক্ষিণী সুন্দরী শ্রীলীলার সঙ্গে জুটিতে কার্তিক, প্রেম-বিরহ-রোমান্সে ঠাসা অনুরাগের ছবির প্রথম ঝলক
১ মিনিটের ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, গিটার হাতে মঞ্চে গান গাইছেন কার্তিক। শোনা যাচ্ছে, "তু মেরি জিন্দেগি হ্যায়"। রকস্টারের গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শক।
চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসুর (Anurag Basu) আসন্ন মিউজিক্যাল ড্রামায় কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে কে জুটি বাঁধবেন সেই নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষ নির্মাতারা ছবির প্রথম লুক শেয়ার করেছেন। শনিবার সামনে এসেছে অনুরাগ-কার্তিক জুটির প্রথম ছবির ঝলক। দক্ষিণী সুন্দরী শ্রীলীলাকে (Sreeleela) দেখা গিয়েছে বলিউড তারকার বিপরীতে। পরিচালক অনুরাগ বসুর হাত ধরেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে শ্রীলীলার। ছবিতে নারী চরিত্র ঘোষণা করার পাশাপাশি কার্তিকের লুকও শেয়ার করেছেন নির্মাতারা। চুলদাড়িতে ঠাসা মুখ, রুক্ষ চেহারায় দেখা গিয়েছে 'শেহজাদা' অভিনেতাকে। ১ মিনিটের ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, গিটার হাতে মঞ্চে গান গাইছেন কার্তিক। শোনা যাচ্ছে, "তু মেরি জিন্দেগি হ্যায়"। রকস্টারের গান শুনে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শক। ছবিতে কার্তিক-শ্রীলীলার তুখর রোমান্স চোখে পড়তে চলেছে। প্রসঙ্গত, শ্রীলীলা সম্প্রতি অল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি 'পুষ্প ২: দ্য রুল'-এর "কিসিক" গানে নজর কেড়েছেন।
কার্তিক-শ্রীলীলার ছবির প্রথম ঝলকঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)