Kangana Calls Ranveer 'Cartoon': রণবীর সিংকে 'কার্টুন' বলে কটাক্ষ কঙ্গনার

রণবীরের পোশাকশৈলী নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তুলনা করলেন, 'কার্টুন'এর সঙ্গে।

Kangana Ranaut and Ranveer Singh (Photo Credits: Instagram)

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) পোশাকশৈলী আর পাঁচজন তারকাদের থেকে একটু আলাদা গোছের। নিজেকে ভিন্ন ধারায় সাজিয়ে তুলতে পছন্দ করেন অভিনেতা। রণবীরের পোশাকশৈলী নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তুলনা করলেন, 'কার্টুন'এর সঙ্গে। রাখঢাক না করে করণ জোহারের (Karan Johar) নাম করে কঙ্গনা লিখলেন, 'আমি রণবীরকে উপদেশ দেব করণ কিংবা তাঁর পোশাকশৈলী দ্বারা প্রভাবিত না হওয়ার জন্যে। ধর্মেন্দ্রজি, বিনোদ খান্নাজি যেমন পোশাক পরতেন তেমনই সেই ধারায় তাঁর নিজেকে সাজানো উচিত। একজন কার্টুনের মত মানুষকে ভারতীয় সমাজ হিরো হিসাবে মেনে নিতে পারে না। দক্ষিণের তারকাদের দেখে কিছু শেখা উচিত এদের'।

আরও পড়ুনঃ হতাশা, প্রথমদিনে আশানুরূপ ব্যবসায় ব্যর্থ ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’

দেখুন আর কী লিখেছেন কঙ্গনার... 

Kangana Ranaut Instagram Story

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif