Athiya Shetty And K L Rahul Wedding: বিয়ের তোরজোড়ের মাঝে হবু কনে আথিয়া পৌঁছে গেলেন পার্লার, দেখুন

তারকারা সারা বছরই অল্প বিস্তর রূপচর্চা করতে পৌঁছে যান পার্লার। কিন্তু সারা বছর যতই পার্লার যাওয়া-আসা লেগে থাকুক না কেন বিয়ের জন্যে বিশেষ পরিচর্যা প্রয়োজন বৈকি।

মুম্বই, ১৮ জানুয়ারিঃ বলি পাড়ায় কান পাতলে এখন একটাই খবর। আথিয়া শেট্টি এবং কে এল রাহুলের বিয়ে (Athiya Shetty And K L Rahul Wedding)। ২৩ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই তারকা। কে এল রাহুলের (K L Rahul) মুম্বইয়ের (Mumbai) বাড়ি ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে। বিয়ের তোরজোড়ের মাঝে হবু কনেকে বুধবার সকাল সকাল পার্লারে ঢুকতে দেখা গেল। তারকারা সারা বছরই অল্প বিস্তর রূপচর্চা করতে পৌঁছে যান পার্লার। কিন্তু সারা বছর যতই পার্লার যাওয়া-আসা লেগে থাকুক না কেন বিয়ের জন্যে বিশেষ পরিচর্যা প্রয়োজন বৈকি। তাই বিয়ের আগে নিজের একটু বিষের যত্নের জন্যে আথিয়াকে (Athiya Shetty) দেখা গেল পার্লার পৌঁছাতে। পরনে হলুদ-সবুজ ডোরাকাটা ড্রেস। খোলা চুল। ঠোঁটে সামান্য লিপস্টিক। তাতেই হবু কনের জেল্লা ঠিকরে পড়ছে।

আরও পড়ুনঃ আথিয়ার সঙ্গে বিয়ে, সেজে উঠল কে এল রাহুলের বাড়ি, দেখুন

হলুদ-সবুজ ডোরাকাটা ড্রেসে আথিয়া শেট্টিঃ 

Athiya Shetty (Photo Credits: Yogen Shah)

আথিয়া শেট্টিঃ

Athiya Shetty (Photo Credits: Yogen Shah)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)