Ranbir-Alia: আম্বানি পুত্রের প্রি ওয়েডিংয়ে রণবীর-আলিয়ার বিশেষ চমক, জোরকদমে শুরু মহড়া

১-৩ মার্চ, তিন দিন ব্যাপী চলবে অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠান। অতিথি তালিকায় থাকবে বলি তারকার সমারোহ। জানা যাচ্ছে, অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানে বিশেষ পারফরমেন্স করতে দেখা যাবে রনবীর কাপুর এবং আলিয়া ভাটকে।

Ranbir-Alia, Anant Ambani-Radhika (Photo Credits: X)

আগামী ১ মার্চ মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানের (Anant Ambani-Radhika Merchant Pre-Wedding) আয়োজন করা হয়েছে। ১-৩ মার্চ, তিন দিন ব্যাপী চলবে অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠান। অতিথি তালিকায় থাকবে বলি তারকার সমারোহ। জানা যাচ্ছে, অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানে বিশেষ পারফরমেন্স করতে দেখা যাবে রনবীর কাপুর এবং আলিয়া ভাটকে। গুজরাটের জামনগরে আম্বানি বাসভবনে আয়োজিত হবে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই মহড়া শুরু করে দিয়েছেন তারকা জুটি। সোমবার জামনগরে আম্বানি ভবনে দেখা গিয়েছে রণবীর-আলিয়াকে। তাঁদের সঙ্গে ছিলেন অনন্তদের দাদা আকাশ আম্বানি।

রইল সেই ভিডিয়ো...  

Ranbir Kapoor at Ambani house in Jamanagar(pre wedding prep of Anant Ambani )

byu/Glad-Ad5911 inBollyBlindsNGossip

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now