Aditya Roy Kapoor and Ananya Panday: ২৫-এর জন্মদিনে পরিবার-বন্ধু নয়, চর্চিত প্রেমিক আদিত্যর সঙ্গে শহর ছাড়লেন বার্থডে গার্ল অনন্যা পাণ্ডে
আজ সোমবার ৩০ অক্টোবর 'গেহরাইয়া' অভিনেত্রীর ২৫'তম জন্মদিন। তাই এইবারের জন্মদিন অন্যবারের থেকে একটু বিশেষ ভাবে পালন করতে চেয়ে অভিনেতা আদিত্য রয় কপূরের সঙ্গে বেরিয়ে পড়লেন বেড়াতে।
জন্মদিনের ঠিক আগেই চর্চিত প্রেমিকের সঙ্গে উড়ে গেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আজ সোমবার ৩০ অক্টোবর 'গেহরাইয়া' অভিনেত্রীর ২৫'তম জন্মদিন। তাই এইবারের জন্মদিন অন্যবারের থেকে একটু বিশেষ ভাবে পালন করতে চেয়ে অভিনেতা আদিত্য রয় কপূরের (Aditya Roy Kapoor) সঙ্গে বেরিয়ে পড়লেন বেড়াতে। রবিবার মুম্বই বিমানবন্দরে দেখা মিলেছিল অনন্যা এবং আদিত্যর। যদিও তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি। দুজনে আলাদা আলাদা বিমানবন্দরে পা রেখেছেন। তবে তাঁদের গন্তব্য যে এক, তা বুঝতে একটুও বেগ পেতে হয়নি অনুরাগীদের।
মুম্বই বিমানবন্দরে আদিত্য-অনন্যা...