'IC 814': কান্দাহার বিমান অপহরণ নিয়ে তৈরি সিরিজে তথ্য বিকৃতির অভিযোগ, নিষিদ্ধ করার দাবি

IC814 Series (Photo Credit: Instagram)

'IC 814' নামে যে ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে (Netflix), তার বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা অর্থাৎ পিল (PIL) ফাইল করা হল দিল্লি হাইকোর্টে। ১৯৯৯ সালের বিমান অপহরণ-কাণ্ড নিয়ে যে ওয়েব সিরিজি তৈরি করা হয়েছে,সেখানে তথ্যের বিকৃতি যেমন হয়েছে, তেমনি জঙ্গিদের প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করা হয় ওই জনস্বার্থ  মামলায়। পাশাপাশি নেটফ্লিক্সের এই সিরিজকে নিষিদ্ধ করা হোক বলে দাবি করা হয় দিল্লি হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায়।  'IC 814' ওয়েব সিরিজ মুক্তির পর, নেটিজেনদের একাংশের তরফে 'বয়কট বলিউডের' ডাকও দেওয়া হয়। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। এদিকে 'IC 814' -র প্রেক্ষিতে নেটফ্লিক্সের কনটেন্ট হেডকে সমন পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে।

আরও পড়ুন: 'Boycott Bollywood' Trend On IC814: পর্দায় কান্দাহার-কাণ্ডে জড়িতদের নাম ভোলা, শঙ্কর কেন? 'IC814' ওয়েব সিরিজ মুক্তির পর ফের 'বয়কট বলিউডের' ডাক

দেখুন নেটফ্লিক্সের ওয়েব সিরিজ নিয়ে দায়ের করা হল জনস্বার্থ মামলা...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif