BBC New Chairman: বিবিসির নতুন চেয়ারম্যান হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত ডক্টর সমীর শাহ (দেখুন টুইট)

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এবার ব্রডকাস্টিং দুনিয়ার উল্লেখযোগ্য বিবিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক ডঃ সমীর শাহ

Dr Samir Shah New BBC Chairman Photo Credit: Twitter@RajendrajDarda

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এবার ব্রডকাস্টিং দুনিয়ার উল্লেখযোগ্য বিবিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক ডঃ সমীর শাহ।  তিনি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে(সাবেক ঔরঙ্গাবাদ) জন্মগ্রহণ করেন।  ১৯৬০ সালে ইংল্যান্ডে আসেন ডঃ সমীর শাহ। ডঃ শাহের টেলিভিশন প্রযোজনা ও সাংবাদিকতায় ৪০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। দেখুন টুইট-