Ranveer Allahbadia: বিতর্কের ঝড় থামতেই পডকাস্ট শুরু করলেন রণবীর, 'আর মজা নয়...' পরামর্শ আশীষের
রবিবার, ৩০ মার্চ 'বিয়ারবাইসেপস' নিজের পডকাস্ট শো নিয়ে আবার ফিরলেন। নিজের ইনস্টাগ্রাম থেকে 'পুনর্জন্ম'র ঘোষণা করে রণবীর লিখলেন, 'আমায় যারা ভালবেসেছেন, সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ'।

মা-বাবা যৌন সম্পর্ক নিয়ে মন্তব্যে করে আইনি বিপাকে পড়েছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। বিতর্কের মুখে নিজের পডকাস্ট শো বন্ধ করে দিতে হয়েছিল। তবে রবিবার, ৩০ মার্চ 'বিয়ারবাইসেপস' নিজের পডকাস্ট শো নিয়ে আবার ফিরলেন। নিজের ইনস্টাগ্রাম থেকে 'পুনর্জন্ম'র ঘোষণা করে রণবীর লিখলেন, 'আমায় যারা ভালবেসেছেন, সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ। আর ধন্যবাদ বিশ্বব্রহ্মাণ্ডকে। সূচনা হল নতুন অধ্যায়ের'। সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট' (India’s Got Latent) বিতর্কে নাম জড়িয়েছিল ইউটিউবার আশীষ চঞ্চলানির (Ashish Chanchlani)। রণবীরের এদিনের পোস্টে আশীষ লেখেন, 'আমার সঙ্গে পরের বার যখন দেখা হবে দয়া করে কোন মজা করছেন না'। মজার ছলে করা এই মন্তব্যের রয়েছে গভীর অর্থ।
রণবীরের পোস্টে আশীষের মন্তব্য দেখুনঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)