Alan Rickman, Google Doodle: হ্যারি পটারের বিখ্যাত চরিত্র 'প্রফেসর স্নেপ' কে গুগলের ডুডলে স্মৃতিচারণ

হ্যারি পটার সিরিজের 'সেভেরাস স্নেপ' চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত

Professor Snape & Google Doodle of Alan Rickman (Photo Credit: Cinema Tweets & Google Doodles/ Twitter)

ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যানের 'লেস লিয়াজনস ডেঞ্জারেউসেস' নাটকের ৩৬ বছর পূর্তি উপলক্ষে ডুডল তৈরি করেছে গুগল। ১৯৪৬ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিম লন্ডনে জন্মগ্রহণ করেন অ্যালান রিকম্যান। হ্যারি পটার সিরিজের 'সেভেরাস স্নেপ' চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। 'ডাই হার্ড' ছবিতে খলনায়ক হান্স গ্রুবার চরিত্রে অভিনয় করে তিনি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আইকনিক খলনায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। তবে অ্যালান রিকম্যান অভিনয়ের পাশাপাশি একজন প্রাকৃতিক চিত্রশিল্পীও ছিলেন। তিনি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করতেন। তার প্রতি নিবেদিত গুগল পেজ থেকে জানা যায়, অ্যালান রিকম্যানের ছবি আঁকার দক্ষতার কথা। গুগল ডুডলের টুইটারে পোস্ট করেছে, "হ্যারি পটার, ডাই হার্ড, লাভ অ্যাকচুয়ালি- অ্যালান রিকম্যান তার প্রতিটি চরিত্রে তার জাদু কাজ করেছে।"

দেখুন পোস্ট