Electric 2 Wheelers Market Grew: পেট্রোলের দাম বৃদ্ধিতে লাভ হল বৈদ্যুতিক টু-হুইলারের, এক বছরে বাড়ল ৩০০ শতাংশ বিক্রি
কোভিড পরবর্তী সময়ে সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানতে অনেকেই নিজেদের টু হুইলার কিনে ছিলেন। তবে আম আদমি যাদের পথ চলতে নিজেদের টু-হুইলার এর ওপর ভরসা করতে হয় সেখানে পেট্রোলের দাম বৃদ্ধিতে তারা বিপদে পড়ে যায়।
The automotive electric 2-wheelers (E2W) market grew by more than 300 per cent (year-on-year) in CY2022, a report has said.
কোভিড পরবর্তী সময়ে সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানতে অনেকেই নিজেদের টু হুইলার কিনে ছিলেন। তবে আম আদমি যাদের পথ চলতে নিজেদের টু-হুইলার এর ওপর ভরসা করতে হয় সেখানে পেট্রোলের দাম বৃদ্ধিতে তারা বিপদে পড়ে যায়। ১০০ র গন্ডি পেরিয়ে পেট্রোল এখন ১০৬ এর কাছাকাছি গিয়ে বিশ্রাম নিয়েছে।তাই পেট্রোলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকেই বাজারে বিক্রি বেড়েছিল স্বয়ংচালিত বৈদ্যুতিক টু-হুইলারের (E2W)। ২০২২ শেষ হওয়ার পরে দেখা গেল চলতি বছরে বৈদ্যুতিক টু-হুইলারের বিক্রি এক বছরে বেড়েছে ৩০০ শতাংশ এরও বেশি। দেখুন সেই তথ্য-