Viral: কাজ চাইলে এই ১২টি নিয়ম মানতেই হবে পরিচারিকাকে, গৃহকত্রীর তালিকা দেখে অবাক নেটিজেনরা!

বাড়িতে পরিচারিকা রাখলে আমরা প্রত্যেকেই তাঁকে কী কী কাজ করতে হবে বা কী কী মেনে চলতে হবে তা বলে দিই। সেটা পরিচারিকার (Domestic Help) কাজে যোগ দেওয়ার দিন হতে পারে বা কাজে যোগ দেওয়ার আগেই। তবে আমরা কেউ কাজের তালিকা বা নিয়ম শৃঙ্খলার তালিকা তাঁর হাতে তুলে দিই না। তবে একজন মহিলা আবার সেটাই করেছেন। কী কী করা যাবে আর কী কী যাবে না, তার তালিকা বোর্ডে লিখে দিয়েছেন। আর সেই তালিকাটি এখন সোশাল মিডিয়াতে ভাইরাল (Viral) হচ্ছে।

Woman's 12-Rule List For Domestic Help (Photo: Instagram)

বাড়িতে পরিচারিকা রাখলে আমরা প্রত্যেকেই তাঁকে কী কী কাজ করতে হবে বা কী কী মেনে চলতে হবে তা বলে দিই। সেটা পরিচারিকার (Domestic Help) কাজে যোগ দেওয়ার দিন হতে পারে বা কাজে যোগ দেওয়ার আগেই। তবে আমরা কেউ কাজের তালিকা বা নিয়ম শৃঙ্খলার তালিকা তাঁর হাতে তুলে দিই না। তবে একজন মহিলা আবার সেটাই করেছেন। কী কী করা যাবে আর কী কী যাবে না, তার তালিকা বোর্ডে লিখে দিয়েছেন। আর সেই তালিকাটি এখন সোশাল মিডিয়াতে ভাইরাল (Viral) হচ্ছে।

Sgfollowsall নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে যে এক গৃহকত্রী হোয়াইটবোর্ডে ১২টি বিষয় তালিকাভুক্ত করছেন। এগুলি বাধ্যতামূলকভাবে পরিচারিকাকে মেনে চলতে হবে। আসুন দেখে নিই তালিকায় কী কী অন্তর্ভুক্ত রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by SgfollowsAll (@sgfollowsall)

এই ভিডিও দেখার পর নেটিজেনরা তাদের মতামত ব্যক্ত করে বলেছেন, এটা এক ধরনের অত্যাচার। একজন মহিলা কখনও স্থির করতে পারেন কখন একজন ব্যক্তি ঘুমাব এবং কখন সে জেগে উঠবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে এই ভিডিও।