Viral Video: ১৮ ফুটের অজগরের পেটে ৫ ফুটের কুমীর, হাড় হিম করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন)

বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি হল বার্মিজ পাইথন (পাইথন মোলুরাস বিভিটাটাস)। যার দৈর্ঘ্য প্রায় ২০ ফুট পর্যন্ত হয়। শুধু বড় হয় তা নয় এই সাপ আস্ত গিলে ফেলে তার শিকারকে। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি হল বার্মিজ পাইথন (পাইথন মোলুরাস বিভিটাটাস)। যার দৈর্ঘ্য প্রায় ২০ ফুট পর্যন্ত হয়। শুধু বড় হয়  তা নয় এই সাপ আস্ত গিলে ফেলে তার শিকারকে। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোজি মুর নামক এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, একটি প্রায় ১৮ ফুটের বার্মিজ পাইথন আস্ত গিলে ফিলেছে ৫ ফুটের একটি কুমীরকে। এবং সাপের পেটের ভিতর সেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। যাকে অত্যন্ত সাবধানতার সঙ্গে অজগরের ভিতর থেকে সাবধানতার সাথে সরানো হচ্ছে। সাপটিকে ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের কর্মীরা প্রথম লক্ষ্য করে। তারপরে তাঁর নেক্রোপসি এবং বৈজ্ঞানিক নমুনা সংগ্রহের জন্য একটি গবেষণা ল্যাবে আনা হয়, সেখানেই এই পরীক্ষা হয়। সেই প্রক্রিয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিও-

 

 

View this post on Instagram

 

A post shared by Rosie Moore (@rosiekmoore)