Viral Image: ফ্লোরিডার আকাশে বিরল সাদা রামধনু! অবাক করা ছবিতে মুগ্ধ বিশ্ব (দেখে নেব সেই ছবি)

কুয়াশার মধ্যে সূর্যের রশ্মি পড়লে সেখানে বৃষ্টির জলের সঙ্গে রাসায়ানিক বিক্রিয়া হলে এমন সাদা রামধনু তৈরি হতে পারে বলে জানান হয়েছে। সেখানে ওয়াটার ড্রপলেটগুলি ১০ থেকে ১ হাজার গুণ ছোট থাকে। যার ফলে আলো ভিন্নভাবে বিচ্ছুরিত হয়, যা কুয়াশাকে বর্ণহীন করে তোলে।

White Rainbow in Florida Photo Credit: Twitter@@NWSMelbourne

আকাশে রঙের ছটা মানেই আমরা জানি তা রামধনু। যতবার দেখা যায়, ততবারই মনে সেই রঙ লাগে। কিন্তু ছোটবেলার পড়া সেই 'বেনিয়াসহকলা'র উদাহরণ বদলে গেল এক ঝলকে। আকাশে দেখা গেল সাদা রামধনু! ভাবছেন তো এমনটা হল কীভাবে? এটা কোনও গল্পকথা নয়। এমনই বিরল ঘটনা ঘটল বিশ্বে, যে ছবি দেখে তাজ্জব বনেছেন সকলেই। রামধনুর রঙ বদলে যা হয়ে গেল একেবারে সাদা। সম্প্রতি ফ্লোরিডার আকাশে এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে।

কীভাবে এই সাদা রামধনু তৈরি হয়? আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সূর্যের আলো জলের ফোঁটার সঙ্গে মিথস্ক্রিয়া করলে একটি সাধারণ রামধনুর মতোই একটি কুয়াশা বা সাদা রামধনু তৈরি হয়।তাছাড়া কুয়াশার মধ্যে সূর্যের রশ্মি পড়লে সেখানে বৃষ্টির জলের সঙ্গে রাসায়ানিক বিক্রিয়া হলে এমন সাদা রামধনু তৈরি হতে পারে বলে জানান হয়েছে। সেখানে ওয়াটার ড্রপলেটগুলি ১০ থেকে ১ হাজার গুণ ছোট থাকে। যার ফলে আলো ভিন্নভাবে বিচ্ছুরিত হয়, যা কুয়াশাকে বর্ণহীন করে তোলে।



@endif