Viral: এনআরসি-সিএএ বিরোধিতায় একসুরে সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জিরা বললেন 'কাগজ আমরা দেখাব না', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজন হল সভার

দেশে লাগু হয়ে গিয়েছে নাগরিক আইন (২০১৯) (CAA)। তবু তার আগে-পরে বিরোধিতার অন্ত নেই। অন্ত নেই প্রতিবাদের। চলতি এই দেশজোড়া বিতর্ক নিয়ে সম্প্রতি সামনে এসেছে নতুন এক ভিডিও (Video)। বাংলার বুদ্ধিজীবীদের যে ভিডিওতে একসুরে বলতে শোনা গিয়েছে, 'কাগজ আমরা মানব না।' এই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন স্বস্তিকা মুখার্জি, যোগেন্দ্র যাদব, সুমন মুখার্জিরা। এদিকে এই একই বিষয় নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক সভার আয়োজন হয়ে গেল। এই সভায় উপস্থিত থাকার বার্তা দিয়ে সকলকে আমন্ত্রণও জানান তাঁরা। সভায় উপস্থিত ছিলেন সুমন মুখার্জি, যোগেন্দ্র যাদবেরা। সভার কথাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজন হল সভার (Photo Credits: Tanmoy Roy)

কলকাতা, ১৩ জানুয়ারি: দেশে লাগু হয়ে গিয়েছে নাগরিক আইন (২০১৯) (CAA)। তবু তার আগে-পরে বিরোধিতার অন্ত নেই। অন্ত নেই প্রতিবাদের। চলতি এই দেশজোড়া বিতর্ক নিয়ে সম্প্রতি সামনে এসেছে নতুন এক ভিডিও (Video)। বাংলার বুদ্ধিজীবীদের যে ভিডিওতে একসুরে বলতে শোনা গিয়েছে, 'কাগজ আমরা দেখাব না।' এই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন স্বস্তিকা মুখার্জি, যোগেন্দ্র যাদব, সুমন মুখার্জিরা। এদিকে এই একই বিষয় নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক সভার আয়োজন হয়ে গেল। এই সভায় উপস্থিত থাকার বার্তা দিয়ে সকলকে আমন্ত্রণও জানান তাঁরা। সভায় উপস্থিত ছিলেন সুমন মুখার্জি, যোগেন্দ্র যাদবেরা। সভার কথাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁরা।

সোমবার যাদবপুরে (Jadavpur University) এই সভার আয়োজন করে 'উই দ্য পিপল অফ ইন্ডিয়া (We The People Of India)।' সংস্থার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অভীক সাহা লেটেস্টলি বাংলাকে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন বিদ্বজনেরা উপস্থিত ছিলেন। সভায় চলতি বিতর্ক নিয়ে পরিচালক সুমনবাবু বলেন, "আমি কি এমন কিছুই লিখিনি যা পুড়িয়ে ফেলা যায়!" যোগেন্দ্র বলেন, "দেশের বিষয়ে কথা বলার অধিকার রয়েছে সবারই।" এদিকে ১ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে স্বস্তিকা মুখার্জি, সুমন মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চ্যাটার্জি, কঙ্কনা সেনশর্মা, রূপম ইসলামদের একসুরে বলতে শোনা গিয়েছে 'কাগজ আমরা দেখাব না।' ভিডিওটি বানিয়েছেন পরিচালক রনি সেন। আরও পড়ুন: Viral: পশ্চিমবঙ্গের অপমানিত রাজ্যপাল! রাতারাতি বদলে গেল জগদীপ ধনখড়ের উইকিপিডিয়া পেজ

রইল ভিডিও-

ভিডিওতে ওঁরা বলতে শোনা গিয়েছে-

শাসক আসবে শাসক যাবে

কাগজ আমরা দেখাব না

শোষক আসবে শোষক যাবে

তবু কাগজ দেখাব না

যতই মার জল কামান, আর যতই ছোঁড় টিয়ার গ্যাস

ভালবাসা আর বিপ্লব বুকে হয়তো পিছু হটব না

কাগজ আমরা দেখাব না

এ দেশ আমার, এ দেশ সবার

বিসমিল যে, সে রামপ্রসাদ

ধর্মে ধর্মে বিভেদ করে আজকে তুমি বাঁচবে না

কাগজ আমরা দেখাব না

ইন্টারনেট বন্ধ কর, মাথায় মার পুলিশ লাঠি

শ্লোগান তবু থামবে না

কাগজ মোটেই দেখাব না

জাতিভেদের রাজনীতিতে মন ভোলানো মন কি বাতে

আর তো ভবী ভুলবে না

কাগজ আমরা দেখাব না

গলায় আছে জন গণ মন, বুকের মাঝে সংবিধান

লড়ছে সবাই পথে নেমেই, লড়াই আজকে থামবে না

কাগজ আমরা দেখাব না

জাত নয় আজ ভাত দে বলে দেড়শো কোটির আবাদি

মন্দির নয়, মসজিদ নয়, দেশ জুড়ে চাই আজাদি

কাগজ আমরা দেখাব না