IPL Auction 2025 Live

Alien: মার্চে পৃথিবীর ৮ হাজার মানুষকে অন্য গ্রহে নিয়ে যাবে ভিনগ্রহী 'দ্য চ্যাম্পিয়ন'! চাঞ্চল্যকর দাবি টাইম ট্রাভেলারের

আন্তর্জাতিক সংবাদসংস্থা ডেলি স্টারের প্রকাশিত প্রতিবদেন অনুযায়ী, ইনো অ্যালারিক একজন স্বঘোষিত ট্রাইম ট্রাভেলার। এর আগেও এই বছর বিভিন্ন বড় ঘটনা ঘটতে চলেছে বলে দাবি করেছে সে। তার ভিডিয়ো দাবি করেছে, "খুব তাড়াতাড়ি বিশ্ব ধ্বংস হয়ে যাবে। আর খুব অল্প সংখ্যক মানুষ রক্ষা পাবে।"

(Photo credits: Pixabay)

কলকাতা: মার্চ মাসে পৃথিবীর (World) ৮ হাজার জন মানুষকে (people) অন্য গ্রহে নিয়ে যাবে ভিনগ্রহী 'দ্য চ্যাম্পিয়ন' (The Champion)। এমনটাই দাবি করেছে এক টিকটকার (TikTokar)।

নিজেকে ট্রাইম ট্রাভেলার (Time Traveller) বলে দাবি করে সে জানিয়েছে আগামী মার্চ মাসে দ্য চ্যাম্পিয়ান ফের পৃথিবীতে ফিরে আসবে। আর এই গ্রহ থেকে ৮ হাজার  জন মানুষকে অন্য গ্রহে (Another Planet) নিয়ে যাবে।

ইনো অ্যালারিক (Eno Alaric) নামে ওই টিকটক ব্যবহারকারীর "রেডিয়েন্টটাইমট্রাভেলার" (radianttimetraveler) নামে টিকটকে একটি অ্যাকাউন্ট আছে। এর আগেও সে একাধিক বিষয়ে দাবি করেছে। এবার সে বলল, "একটি ভিনগ্রহী পৃথিবীতে ফের ফিরে আসবে।"

আন্তর্জাতিক সংবাদসংস্থা ডেলি স্টারের প্রকাশিত প্রতিবদেন অনুযায়ী, ইনো অ্যালারিক একজন স্বঘোষিত ট্রাইম ট্রাভেলার। এর আগেও এই বছর বিভিন্ন বড় ঘটনা ঘটতে চলেছে বলে দাবি করেছে সে। তার ভিডিয়ো দাবি করেছে, "খুব তাড়াতাড়ি বিশ্ব ধ্বংস হয়ে যাবে। আর খুব অল্প সংখ্যক মানুষ রক্ষা পাবে।"

একলক্ষ অনুসরণকারী থাকা ওই টিকটকার গত ৩০ ডিসেম্বর একটি ভিডিয়ো শেয়ার করে। তাতে সে নিজেকে ২৬৭১ সাল থেকে আসা মানুষ বলে দাবি করেছে। জানিয়েছে, "দ্য চ্যাম্পিয়ন নামে এক ভিনগ্রহী পৃথিবীতে আসছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে বলেও দাবি করে সে। জানায় একটি বিকৃত মানসিকতার কিছু ভিনগ্রহী পৃথিবীতে ফিরে আসবে। তাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না মানুষ। অন্য আরেকটি ভিনগ্রহী যাদের গ্রহ ধ্বংস করেছিল বিকৃত মানসিকতার ভিনগ্রহীরা, তিনি আমাদের মধ্যে কিছু মানুষকে বাঁচাতে সক্ষম হবেন। আর ওই ভিনগ্রহী ২০২৩ সালের মার্চ মাসে ৮ হাজার মানুষ অন্য বসবাস যোগ্য গ্রহতে নিয়ে যাবেন।" আরও পড়ুন: Prime Minister Narendra Modi: মুম্বই মেট্রোতে সফর করলেন মোদি, দেখুন যুবক-যুবতীদের সঙ্গে প্রধানমন্ত্রীর গল্প করার ভিডিয়ো