Bigfoot Tracks: নিউ মেক্সিকোতে পাওয়া গেল তুষার দৈত্যর পায়ের ছাপ! দেখুন সেই ছবি

নিউ মেক্সিকোর বরফ ঢাকা প্রান্তরের মধ্যে তুষার দৈত্যের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বলে দাবি করলেন একদল শিকারি।

কলকাতা: নিউ মেক্সিকোর (New Mexico)  বরফ ঢাকা প্রান্তরের (Snowy Woodland) মধ্যে তুষার দৈত্যের (Monster) পায়ের ছাপ (footprints) দেখতে পেয়েছেন বলে দাবি করলেন একদল শিকারি (Hunters)।

আট ফুটের থেকে বড় ওই পায়ের ছাপের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। যা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। তবে অনেকে আবার এডিট করা ছবি বলেও অভিযোগ করেছেন। কেউ কেউ আবার বলেছেন, খরগোশ বা ওই ধরনের ছোট কোনও প্রাণী ঝাঁপ দিয়ে গেছে বা বিশ্রাম নিয়েছে।