Groom Married Seven Women: একই দিনে দুই বোনসহ সাত মহিলাকে বিয়ে করলেন উগান্ডার ব্যবসায়ী

একই বিয়ের অনুষ্ঠানে দুই বোনসহ সাত নারীকে বিয়ে করলেন উগান্ডার এক ব্যবসায়ী।

Groom Marries Seven Women in One Day

একই বিয়ের অনুষ্ঠানে দুই বোনসহ সাত নারীকে বিয়ে করলেন উগান্ডার (Ugandan) এক ব্যবসায়ী। হাবিব এনসিকোনেনে নামে ৪৫ বছর বয়সী এই ব্যক্তি গত ১০ সেপ্টেম্বর ৭ জন নারীকে একসঙ্গে বিয়ে করেন। সাত পাত্রীর মধ্যে দুজনের নাম আয়েশা এবং বাকি পাঁচজন হলেন ফাতুমা, শরীফা, রাশিদা, মরিয়ম এবং সাহা সিনাপ, সবাই একই অনুষ্ঠানে বিয়ে করেছন। বিয়েতে বর ও সমস্ত কনেরা সাদা রঙের পোশাক পরেছিলেন। এই বিয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজিনদের মধ্যে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

দেখুন