Valsad Shocker: প্যান্টের চেন খুলে মহিলা যাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ধৃত অটো চালক, ভাইরাল ভিডিয়ো

নিজের প্যান্টের চেন খুলে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা ও তাঁকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে গ্রেফতার হল এক অটোচালক।

প্রতীকী ছবি (Photo Credit: Twitter@ians_india)

ভালসাদ: নিজের প্যান্টের চেন (Open pant zip) খুলে এক মহিলা যাত্রীর (woman Passenger) শ্লীলতাহানির (Molesting) চেষ্টা করা ও তাঁকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ (Crude language) ব্যবহার করার অভিযোগে গ্রেফতার (Arrest) হল এক অটোচালক (Auto Driver)। ঘটনাটির ঘটেছে গুজরাটের (Gujarat) ভালসাদ (Valsad) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ একটি কারণে (Trivial issue) অটোতে বসে থাকা এক মহিলা যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি (argument) শুরু হয় এক অটো চালকের। অভিযুক্ত উল্টোপাল্টা কথা বলছে ও অযথা গণ্ডগোল করছে দেখে ওই মহিলা যাত্রীটি নিজের মোবাইল বের করে অটো চালক ও তাঁর ঝামেলার ভিডিয়ো (video) করতে শুরু করেন।

এতে নাকি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ওই অটো চালক। অটোর মধ্যে মহিলাটির সামনেই নিজের প্যান্টের চেন খুলে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে শুরু করে। আপত্তিকর প্রশ্নও করে।

পরে এই ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। নড়েচড়ে বসে পুলিশও। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত অটো চালককে শনাক্ত করে গ্রেফতার করে ভালসাদ থানার পুলিশ। ধৃতের নাম আরিফ সৈয়দ বলে জানা গেছে। পরে নিজের কৃতকর্মের জন্য ওই মহিলার কাছে ক্ষমা চায়ও (Apologise) আরিফ। যদিও পুলিশের তরফে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরও পড়ুন: Guy Kissing in UP: দেখুন, উত্তরপ্রদেশে চলন্ত স্কুটিতে ছেলেদের চুম্বনের ভাইরাল ভিডিও

দেখুন ভিডিয়ো: