World Population Day 2023 : এখন পৃথিবীর জনসংখ্যা কত, প্রতি মিনিটে কত বাড়ছে?
আজ অর্থাৎ ১১ জুলাই সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) পালিত হয়। এই বিশেষ দিনটি উদযাপনের উদ্দেশ্য হল ক্রমবর্ধমান জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা।
নয়াদিল্লি : আজ অর্থাৎ ১১ জুলাই সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) পালিত হয়। এই বিশেষ দিনটি উদযাপনের উদ্দেশ্য হল ক্রমবর্ধমান জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করা। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যা অনেক গুরুতর সমস্যার কারণ হয়ে উঠছে। যে কোনো দেশের জনসংখ্যা মানবসম্পদ হিসেবে পরিগণিত হয়, কিন্তু অনিয়ন্ত্রিত জনসংখ্যা সে দেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এর ফলে দেশে নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্র্য ও অনাহারের মতো পরিস্থিতিও দেখা দিচ্ছে। তবে এমন নয় যে দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা মোকাবেলায় সম্পদের অভাব রয়েছে। কোনো কিছুর অভাব থাকলে তা হলো 'সচেতনতা'। হ্যাঁ, এই সমস্যা মোকাবেলায় পরিবার পরিকল্পনার মতো অনেক সমাধান আছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাবে তারা এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছে না। আসুন জেনে নিই বিশ্ব জনসংখ্যা দিবস কেন পালিত হয়, কীভাবে জনসংখ্যা বন্ধ করা যায় এবং এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কী।
বিশ্বের জনসংখ্যা
এক বছর আগে ওয়ার্ল্ডওমিটার বিশ্বের জনসংখ্যা গণনা করে জানিয়েছিল, তখন বিশ্বের জনসংখ্যা ছিল ৭৯৫ কোটি। এখন এই মিটারের হিসেব অনুযায়ী বিশ্বের জনসংখ্যা ৮০৪ কোটিতে পৌঁছেছে । অর্থাৎ এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় সাড়ে নয় কোটি। ওয়ার্ল্ডওমিটারের ক্যালকুলেটর প্রতি মুহূর্তে দ্রুত গণনা করতে থাকে। এই মিটার অনুযায়ী অনুমান করা হয় যে প্রতি মিনিটে পৃথিবীতে প্রায় ২৪০টি নবজাতকের জন্ম হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের কারণ
১৯৮৯ সালের ১১ জুলাই জাতিসংঘ (United Nations) একটি সমাবেশের আয়োজন করে 'বিশ্ব জনসংখ্যা দিবস' পালনের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এরপর ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশ্বব্যাপী এটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনটি উদযাপনের মূল কারণ হল ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কে জনগণকে সচেতন করা, যাতে দারিদ্র্য, নিরক্ষরতা এবং বেকারত্বের মতো পরিস্থিতি এড়ানো যায়।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩-এর থিম
সারা বিশ্বে যে কোনো দিবস উদযাপনের একটি উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য নিয়ে প্রতি বছর একটি নতুন থিমের অধীনে কাজ করা হয়, জনগণকে তথ্য সরবরাহ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ এর থিম হল 'Imagine a world where everyone all 8 billion of us has a future bursting with promise and potential.'
আরও পড়ুন : Volcano: আইসল্যান্ডের রাইজেভিকে জেগে উঠল আগ্নেয়গিরি
বিশ্ব জনসংখ্যা দিবস কীভাবে পালিত হয়?
বিশ্বব্যাপী, বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মানুষকে অনেক নিয়মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ছাড়া লিঙ্গ সমতা, মা ও শিশুর স্বাস্থ্য, জেন্ডার শিক্ষা, গর্ভনিরোধক ওষুধের ব্যবহার এবং যৌন সম্পর্কের মতো গুরুতর বিষয় নিয়ে খোলামেলাভাবে কথা বলা হয়। এদিনে বিভিন্ন স্থানে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়। অনেক জায়গায় সম্মেলনেরও আয়োজন করা হয়, যাতে মানুষের মধ্যে সচেতনতা আনা যায়।