Valentine’s Day 2021 Wishes: নিজের প্রিয়জনকে ভালবাসার দিনে পাঠান প্রেমের শুভেচ্ছাবার্তা

ভ্যালেন্টাইন্স ডে। ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিবস (Valentine's Day 2021)। প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে ভ্যালেন্টাইন্স ডের বিকল্প হয় না, এমনটা মনে করেন অনেকেই। তবে ভালবাসার আলাদা কোনও দিন হয়না, সব দিনই ভালবাসার। 'পাগলি তোর সাথে কাটাবো বন্য জীবন' কিংবা 'আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।' কত প্রেমের নিবেদন হবে। কত মালির বাগান খালি হয়ে গোলাপ আদানপ্রদান হবে প্রেমিক প্রেমিকার মধ্যে। বছরের বাকি দিনগুলি ঝগড়াঝাটি, মুখ ভার, ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও এই সাতটি দিন ওসব এড়িয়েই যাবেন কপোত-কপোতীরা। আর আজ এই ভালবাসার সপ্তাহের শেষ দিন। উইশ করুন নিজের প্রিয়জনকে। হালকা শীতে শিরশিরানি খানিকটা কম। হাওয়ায় এখন ভালোবাসার রোমান্টিসিজম। প্রকৃতিও নিজেকে রোমান্টিসিজমে সাজাচ্ছে। ময়দান, নন্দনে উড়বে লাল হৃদয়ের গ্যাস বেলুন। বিক্রিও হবে প্রচুর। কত না পাওয়া ভালোবাসাকে সফল করার অদম্য চেষ্টা হবে। কারও হৃদয় ভাঙা বেদনা আরও বেদনা দেবে রবীন্দ্র সরোবরের ঝিলে প্রেমিক-প্রেমিকার আলিঙ্গন দেখে। প্রেমের কবিতা ফুটে উঠবে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

ভ্যালেন্টাইন্স ডে ২০২১!

ভ্যালেন্টাইন্স ডে। ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিবস (Valentine's Day 2021)। প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে ভ্যালেন্টাইন্স ডের বিকল্প হয় না, এমনটা মনে করেন অনেকেই। তবে ভালবাসার আলাদা কোনও দিন হয়না, সব দিনই ভালবাসার। 'পাগলি তোর সাথে কাটাবো বন্য জীবন' কিংবা 'আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।' কত প্রেমের নিবেদন হবে। কত মালির বাগান খালি হয়ে গোলাপ আদানপ্রদান হবে প্রেমিক প্রেমিকার মধ্যে। বছরের বাকি দিনগুলি ঝগড়াঝাটি, মুখ ভার, ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও এই সাতটি দিন ওসব এড়িয়েই যাবেন কপোত-কপোতীরা। আর আজ এই ভালবাসার সপ্তাহের শেষ দিন। উইশ করুন নিজের প্রিয়জনকে। হালকা শীতে শিরশিরানি খানিকটা কম। হাওয়ায় এখন ভালোবাসার রোমান্টিসিজম। প্রকৃতিও নিজেকে রোমান্টিসিজমে সাজাচ্ছে। ময়দান, নন্দনে উড়বে লাল হৃদয়ের গ্যাস বেলুন। বিক্রিও হবে প্রচুর। কত না পাওয়া ভালোবাসাকে সফল করার অদম্য চেষ্টা হবে। কারও হৃদয় ভাঙা বেদনা আরও বেদনা দেবে রবীন্দ্র সরোবরের ঝিলে প্রেমিক-প্রেমিকার আলিঙ্গন দেখে। প্রেমের কবিতা ফুটে উঠবে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

ভ্যালেন্টাইন্স ডে-র এই দিনটিকে স্বাগত জানিয়ে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।

ভালোবাসা এমন একটি শর্ত
যেখানে অন্য ব্যক্তির সুখ আপনার নিজের জন্য অপরিহার্য
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে!
একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুঁয়ে যাবে কৃষ্ণচূড়ার ফুল ,
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে
ভালবাসা তখনই হয় যখন নিজের চেয়ে ভালোবাসার মানুষের সুখ গুরুত্বপূর্ণ
শুভ ভালোবাসা দিবস!
আমার একমাত্র লক্ষ্য তোমার সাথে জীবন কাটানো
তোমাকে খুশি রাখা এবং তোমাকে ভালোবাসা
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে!
ভ্যালেন্টাইন্স ডে ২০২১!
শুধুমাত্র আজ নয়
আমার কাছে প্রতিটি দিন ভ্যালেন্টাইন্স ডে