Coffee Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কফি পাউডার ব্যবহার করুন এই উপায়ে
অনেকেই আছেন এক কাপ কফি দিয়ে সকাল শুরু করেন। কফি পান করলে আমরা খুব সতেজ বোধ করি। আপনি কি জানেন কফি (Coffee) স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও উপকারী।
কলকাতা : অনেকেই আছেন এক কাপ কফি দিয়ে সকাল শুরু করেন। কফি পান করলে আমরা খুব সতেজ বোধ করি, তবে আপনি কি জানেন কফি (Coffee) স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও দারুণ উপকারী। এটি ত্বক সংক্রান্ত নানান সমস্যা দূর করে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্ষতিগ্রস্ত কোষ ঠিক করতে সাহায্য করে। আপনি যদি আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা চান, তাহলে আপনি এই উপায়ে আপনার মুখে কফি ব্যবহার করতে পারেন।
কফি পাউডারে মধু এবং ভিটামিন-ই ক্যাপসুল যোগ করে পেস্ট তৈরি করুন এবং ডার্ক সার্কেলের উপর লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এই প্রক্রিয়াটি নিয়মিত করুন, কয়েক দিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।
আরও পড়ুন : Cucumbers Benefits: ওজন কমানো থেকে শুরু করে কোলেস্টেরল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে খান এই ফল
কফিতে চিনি এবং নারকেল তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি আপনার মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ উজ্জ্বল হবে।
কফি পাউডারে কোকো পাউডার, দুধ, মধু এবং লেবুর রস দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগালে ব্রণ দূর হবে।
উজ্জ্বল ত্বকের জন্য, কফি পাউডারে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে আপনার মুখে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন, এতে আপনার মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে।
কফি পাউডারে চিনি ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। অন্তত ২ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ উজ্জ্বল হবে।
কফি পাউডারে জল মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে স্বস্তির পাশাপাশি পায়ের বাজে গন্ধও দূর হবে।