Stroke Warning Signs: ক দিনের মধ্যেই হতে পারে স্ট্রোক! মাথাব্যথা থেকে ক্লান্তি, শরীর সঙ্কেত পাঠাচ্ছে এই বিষয়গুলির মধ্যমে

দুনিয়া জুড়ে ক্রমেই ঘাতক হয়ে উঠছে স্ট্রোক। এটি এমন এক মেডিক্যাল এমার্জেন্সি, যা হঠাৎ করেই ঘটে যায়। তবে চিকিৎসকরা বলছেন, আঘাত নামার অন্তত এক মাস আগেই শরীর নাকি ইশারা দেয়। এই সতর্কবার্তাগুলো চিহ্নিত করতে পারলে বাঁচানো সম্ভব অগণিত প্রাণ।

Credits: Pexels

Stroke Warning Signs: দুনিয়া জুড়ে ক্রমেই ঘাতক হয়ে উঠছে স্ট্রোক। এটি এমন এক মেডিক্যাল এমার্জেন্সি, যা হঠাৎ করেই ঘটে যায়। তবে চিকিৎসকরা বলছেন, আঘাত নামার অন্তত এক মাস আগেই শরীর নাকি ইশারা দেয়। এই সতর্কবার্তাগুলো চিহ্নিত করতে পারলে বাঁচানো সম্ভব অগণিত প্রাণ। পৃথিবীজুড়ে প্রতিবছর স্ট্রোকের কারণে লক্ষ লক্ষ মৃত্যু এবং স্থায়ী অক্ষমতার ঘটনা ঘটে চলেছে। অথচ ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব, যদি আমরা সময়মতো শরীরের বার্তা শুনতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, প্রতি বছর ৬০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় স্ট্রোকে।

স্ট্রোকের ঝুঁকি যাদের বেশি

১) উচ্চ রক্তচাপ আছে যাদের।

২) যাদের ডায়াবেটিস আছে।

৩) যারা ধূমপান করেন।

৪) স্থূলতা ও অলস জীবনযাপন

৫) বয়স (৫৫ বছরের পর ঝুঁকি বাড়ে)

৬) পারিবারিক ইতিহাস

নীরব ঘাতক স্ট্রোক

স্ট্রোক একটি নীরব ঘাতক, যা কোনো সুস্পষ্ট সতর্কতা ছাড়াই আঘাত হানতে পারে। তবে, আশ্চর্যজনকভাবে, আপনার শরীর স্ট্রোকের এক মাস আগে থেকেই কিছু সূক্ষ্ম সংকেত পাঠাতে পারে। এই লক্ষণগুলো চিনতে পারলে জীবন বাঁচানো সম্ভব। স্ট্রোক হয় যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ থেমে যায়। হোক তা ব্লকেজে (ইসকেমিক স্ট্রোক) কিংবা রক্তনালী ফেটে (হেমোরেজিক স্ট্রোক)। অক্সিজেনের অভাবে ব্রেন সেল নষ্ট হতে শুরু করে, ফলে কথা বলা, চলাফেরা কিংবা স্মৃতি হারানোর মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আগাম যে লক্ষণগুলোর মাধ্যমে বুঝবেন-

স্ট্রোকের মাসখানিক আগে আমাদেরর শরীর এমন কিছু লক্ষণ জানিয়ে দেয়:

স্ট্রোকের আগের কয়েক সপ্তাহ বা এক মাস আগে কিছু সূক্ষ্ম উপসর্গ দেখা দিতে পারে:

১) একপাশে স্থায়ী ক্লান্তি বা দুর্বলতা

২) হঠাৎ চোখে ঝাপসা বা দ্বৈত দৃষ্টি

৩) অকারণে ঘন ঘন মাথাব্যথা

৪) কথা বলতে বা বুঝতে সমস্যা

৫) শরীরের একপাশে ঝিনঝিনি বা অবশভাব

৬) হঠাৎ ভারসাম্য হারানো, হাঁটতে অসুবিধা

৭) স্মৃতি ও মনঃসংযোগে ঘাটতি

৮) অস্বাভাবিক রাগ, উদ্বেগ বা হতাশা

এই লক্ষণগুলোকে অনেক সময় সামান্য ভেবে এড়িয়ে যাওয়া হয়। অথচ বিশেষজ্ঞদের মতে, এগুলোই হচ্ছে শরীরের দেওয়া 'ফায়ার অ্যালার্ম', যা বড় স্ট্রোকের আগাম সতর্কবার্তা।

কী করবেন এই লক্ষণগুলি দেখলে?

ক) অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

খ) প্রয়োজনীয় টেস্ট (সিটি স্ক্যান, এমআরআই, কারোটিড আল্ট্রাসাউন্ড) করান।

গ) রক্তচাপ, কোলেস্টেরল, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন।

ঘ) FAST মনে রাখুন: ১) Face: মুখ বেঁকে যাওয়া, ২) Arm: হাত দুর্বল হয়ে যাওয়া, ৩) Speech: কথা জড়িয়ে আসা, ৪) Time: সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা ডাকা।

খেয়াল রাখুন যেসব বিষয়গুলি

স্বাস্থ্যকর জীবনযাপনই স্ট্রোক থেকে দূরে রাখবে:

১) সুষম খাদ্যাভ্যাস বা ডায়েট গ্রহণ করুন।

২) নিয়মিত ব্যায়াম করুন।

৩) ধূমপান ত্যাগ করুন

৪) নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করান

৫) মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন।

স্ট্রোককে হাল্কভাবে নেবেন না

স্ট্রোক জীবন বদলে দেয় কয়েক মিনিটের মধ্যে। কিন্তু তার আগেই শরীর আপনাকে সময় দেয়—শুধু দরকার সেই ভাষা বোঝার। যেকোনও অস্বাভাবিক ক্লান্তি, দৃষ্টি সমস্যা, বা ঝিনঝিনি ভাবকে হালকা ভাবে নেবেন না। তাড়াতাড়ি ব্যবস্থা নিলে বাঁচানো সম্ভব জীবন এবং জীবনযাত্রার মান।

(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement