Visa on Arrival: জটিলতা নেই, গেলেই ভারতীয়রা ভিসা পেয়ে যান যে ৬টি দেশে

বিদেশে ঘুরতে যাওয়ার শখ কার না থাকে। কিন্তু বিদেশ বলে কথা, এতো আর চারটি খানি কথা। যদি বা শখ মেটাতে অর্থের জোগাড় হল, কিন্তু ভিসা জটিলতা তো রয়েছে। বিসার জন্য অনেকটা ছুট-দৌড় দিতে হয়।

Photo Credit (Twiter)

বিদেশে ঘুরতে যাওয়ার শখ কার না থাকে। কিন্তু বিদেশ বলে কথা, এতো আর চারটি খানি কথা। যদি বা শখ মেটাতে অর্থের জোগাড় হল, কিন্তু ভিসা জটিলতা তো রয়েছে। বিসার জন্য অনেকটা ছুট-দৌড় দিতে হয়। কিন্তু এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয়দের স্বাগত জানানোর জন্য কোনোরকম ভিসা জটিলচা রাখা হয়নি। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করলেই একেবারে মিলে যায় ট্যুরিস্ট ভিসা। সহজেই ঘুরে আসা যায় সেই সব দেশ থেকে।

এক নজরে দেখে নেওয়া যাক এমন ৬টি দেশ যেখানে গেলেই ভিসা মেলে ভারতীয়দের

মলদ্বীপ

নব বিবাহিত, প্রেমিক-প্রেমিকাদের জন্য স্বর্গরাজ্য। মলদ্বীপে নামলেই ৩০ দিনের পর্যটক বা ট্যুরিস্ট ভিসা পেয়ে যান ভারতীয়রা। ঘোরার জন্য দারুণ জায়গা। ভারতীয়রা এখানে ফ্রি ভিসা পেয়ে যান।

তাইল্যান্ড

ব্য়াঙ্কক থেকে ক্রাবি, ফুকেট, ফি ফি দ্বীপ। তাইল্যান্ড হল পর্যটনের স্বর্গরাজ্য। ভারতীয়দের জন্য ১৫ দিনের পর্যটক ভিসা মেলে ৩৫ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮০০ টাকায়।

কাম্বোডিয়া

প্রায় ৩ হাজার টাকা খরচ করে কিছুটা অজানা কাম্বোডিয়ায় ট্যুরিস্ট ভিসায় ঘুরে আসা যায়। কাম্বোডিয়ায় একদিকে যেমন রয়েছে সুন্দর প্রকৃতির শোভা, তেমনই মন্দির, জঙ্গল। ভারতীয় পর্যটকদের দারুণ পছন্দ হতে পারে এই দেশ।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ঘোরার জায়গা নাকি শেষ হয় না। প্রকৃতি এখানে হাতছানি দেয়, স্থানীয় খাবার জিভে জল এনে দেয়, তেমনই অসাধারণ সব ধর্মীয় স্থান আর এখানকার লোকেদের ব্যবহার নিয়ে তো কথাই হবে না।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সমুদ্র, সমুদ্র সৈকত, জলরাশি, সমুদ্র, পাহাড়, জলের খেলা। পর্যটকদের জন্য সব কিছু ঢেলে দিয়ে সাজিয়েছে এই দেশ। আড়াই হাজার টাকা খর করলে শ্রীলঙ্কায় নামলেই পর্যটক বিসা মিলে যায়। ইলেকট্রিক ভিসার আবেদনও জানানো যায়।

ভিয়েতনাম

ভিয়েতনামে এখন বহু ভারতীয় ঘুরতে যাচ্ছেন। একদিকে যেমন অজানাকে জানা ইচ্ছা, তেমনই সুন্দর প্রকৃতি আর কম খরচে ঘোরার সুযোগ। ভিয়েতনাম সব দিক থেকেই সেরা। সেখানে নামলেই ভারতীয়রা ৩০ দিনের জন্য ভিসা পেয়ে যান।