Republic Day 2024 Messages: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে শেয়ার করুন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা বার্তা

ভারতে প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস (Republic Day) হিসেবে পালন করা হয়। এই দিনটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ সাল, তথা এই বছর ২৬ জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হবে এই দিনটি। ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত অনুষ্ঠিত হবে একটি দুর্দান্ত কুচকাওয়াজ।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ ভারত। তবে ভারতের সংবিধান কার্যকর হয় স্বাধীনতার ৩ বছর পর, তথা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। এদিন ভারতের প্রথম রাষ্ট্রপতি (First president of India) রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) ২১ বন্দুকের স্যালুট দিয়ে ভারতীয় পতাকা উত্তোলন করেন। তারপর থেকেই প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে শেয়ার করুন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা বার্তা।

'প্রজাতন্ত্র দিবসের এই শুভ মুহূর্তে চলো আমরা সকলে শপথ নিই যে সকল প্রকার অনিষ্ট থেকে আমাদের দেশকে রক্ষা করবো'
'শুধু প্রজাতন্ত্র দিবসের দিন নয়, দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা থাকুক বছরের বাকি দিনগুলোতেও'
'ভারতের প্রকৃতি বীরদের স্মরণ করি, যারা আমাদের স্বাধীনতার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন'
'গর্ব তো অনেক কিছুতেই হয়, কিন্তু ভারতের এই পবিত্র মাটিতে জন্ম নেওয়ার মতো গর্ব, আর অন্য কিছুতে হয় না'
'ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা'
'ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা'
'বন্দুকের গুলিকে ভয় না পেয়ে, দেশকে রক্ষা করার জন্য লড়াই করে যাওয়া সকল বীরের উদ্দেশ্যে রইলো আমার শ্রদ্ধাঞ্জলি'
'যেমনভাবে তুমি তোমার মা-বাবাকে সম্মান করো, তেমনভাবেই স্বাধীন ভারতের সংবিধানকেও শ্রদ্ধা করো'