Ramadan 2024: রমজানের রোজা রাখুন, তবে যত্ন নিন আপনার স্বাস্থ্যেরও, জেনে নিন এবিষয়ে কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...

১১ বা ১২ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে সারা বিশ্বের মুসলমানরা রাখেন রোজা। ইসলাম ধর্ম অনুযায়ী রমজান মাসে প্রতিদিন ১৫ ঘণ্টা নির্জলা রোজা রাখার কথা বলা হয়েছে। বেশির ভাগ মুসলমান উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেয়ে তাদের রোজা ভঙ্গ করে। এই সময় অনেকেই শারীরিক পরিশ্রমের প্রয়োজন এমন ক্রিয়াকলাপগুলি এড়িয়ে চলে। তাই সুস্থ থাকার জন্য এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য রমজানে পুষ্টির দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে রোজা পালনকারী ব্যক্তি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কতটা সক্ষম সেদিকেও নজর দেওয়া উচিত। রোজা রাখার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেগুলি বলেছেন সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া খুবই জরুরি।