Propose Day 2023: এই প্রপোজ ডে-তে নিজের মনের মানুষকে প্রেমের কথা বলুন বলিউড স্টাইলে

Bollywood special Proposal Scenes (Photo Credits: YouTube)

নিজের মনের মানুষের কাছ থেকে মনের কথা আর চেপে রাখবেন না। এই ভ্যালেন্টাইনস ডে-র (Valentine’s Day) আগেই মনে ভাব বিনিময় করে একসঙ্গেই না হয় এইবছরের প্রেমের দিবস ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day 2023) উদযাপন করুণ। শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহের। আজ তার দ্বিতীয় দিন। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি। এদিন পালিত হয় প্রপোজ ডে (Propose Day 2023) হিসাবে।

নিজের স্বপ্নের মানুষকে নিজের প্রেমিক কিংবা প্রেমিকা বানিয়ে খেলার এটাই যে মোক্ষম সময়। মনের মানুষকে চিরতরে হাত ছাড়া করে ফেলার আগে তাঁর কাছে উজাড় করে দিন মনের সমস্ত অনুভূতি। কিন্তু বুঝ উঠতে পারছে না, কীভাবে এই গুরু কাজটা লঘু করবেন! আপনাকে সাহায্য করতে পারে বলিউড সিনেমা। বলিউড নায়কদের মতো করে না হয় নিজের মনের মানুষকে মনের কথাটা জানিয়ে নিন। তাহলে আর দেরি কীসের। বলিউডের এই জনপ্রিয় প্রপোজ সিন গুলো দেখুন আর কাজে লাগান।

বলিউডের স্টাইলে প্রপোজ ডে (Propose Day 2023)

আরও পড়ুনঃ রোজ ডে-তে হাতে গোলাপ আর সঙ্গে বেজে উঠুক বলিউডের এই গানগুলো

রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া (Anjaana Anjaani)

আলিয়া ভাট এবং অর্জুন কাপুর (2 States) 

রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন (Yeh Jawaani Hai Deewani)

শাহরুখ খান এবং কাজল (My Name is Khan) 

শাহিদ কাপুর এবং করিনা কাপুর (Jab We Met) 



@endif