Guinness World Records : এই পাকিস্তানি পরিবারের ৯ সদস্যেরই জন্মদিন একইদিনে, নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে
এক পাকিস্তানি পরিবার সম্প্রতি বিশ্বরেকর্ডে নাম করেছে। এটি পাকিস্তানের মাঙ্গি পরিবার, ৯ জন সদস্য রয়েছে পরিবারটিতে। বিস্ময়কর ব্যপার হল এই পরিবারের ৯ জন সদস্যেরই জন্ম তারিখ একই দিন।
নয়াদিল্লি : এক পাকিস্তানি পরিবার সম্প্রতি বিশ্বরেকর্ডে নাম করেছে। এটি পাকিস্তানের মাঙ্গি পরিবার, ৯ জন সদস্য রয়েছে পরিবারটিতে। বিস্ময়কর ব্যপার হল এই পরিবারের ৯ জন সদস্যেরই জন্ম তারিখ একই দিন। এখন এটি কাকতালীয় হোক বা অন্য যাই হোক এই অনন্যতার কারণেই পরিবারটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) অন্তর্ভুক্ত হয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে, এই পাকিস্তানি পরিবার (Pakistani Family) পাকিস্তানের লারকানায় বাস করেন। এই পরিবারে থাকা ৯ জন হলেন বাবা আমির আলি; মা খুদেজা, আর ৭ সন্তান – সিন্ধু, যমজ বোন সাসুই ও স্বপ্না, আমির, আম্বার এবং যমজ ভাই আম্মার ও আহমার। এদের সবারই জন্মদিন ১ অগাস্ট।
আরও পড়ুন : Tesla: ভারতে আসছে টেসলা! গাড়ির প্রাথমিক দাম ২০ লক্ষ
১ আগস্ট তারিখটি বাবা-মা আমির এবং খুদেজার জন্যও বিশেষ কারণ এই দিনে তাঁদের বিবাহ বার্ষিকীও। তাদের বিয়ে হয়েছিল ১ আগস্ট ১৯৯১ এবং ঠিক এক বছর পরে, ১ আগস্ট ১৯৯২ সালে তাঁদের বড় মেয়ের জন্ম হয়।একই তারিখে জন্ম নেন আরও ৬ সন্তান। এর আগে এই রেকর্ডটি ছিল আমেরিকার কামিন্স পরিবারে। ওই পরিবারে ৫ সন্তান ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন , ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে।
দেখুন টুইট