Raja Sankranti 2024: রাজা উৎসবের তিন দিন মেয়েদের কোনও কাজ করতে দেওয়া হয়না কেন? জানুন

রাজা উৎসব বর্ষাকালকে স্বাগত জানিয়ে ভাল চাষের জন্য মাতৃভূমির পূজা করা হয়। রাজা সংক্রান্তি ওড়িশার অন্যতম প্রধান উৎসব, তিন দিনব্যাপী এই উৎসব পালন করা হয়।

Raja Sankranti Messages (File Image)

Raja Parba: নারীত্ব উদযাপনের উৎসব হলো রাজা উৎসব  (Raja Festival) । ওড়িশায় (Odisha) তিন দিন ধরে রাজা উৎসব পালিত হয়।  রাজা সংক্রান্তি ‘রাজা পর্ব' (Raja Parba) বা 'রাজো মহোৎসব’ নামেও পরিচিত। এটি বর্ষার শুরুতে পালিত হয়। রাজো মহোৎসব চলে তিন দিন ধরে, এ বছর রাজা উৎসব পালিত হচ্ছে ১৪ জুন থেকে ১৬ জুন।

বিশ্বাস করা হয় যে মা পৃথিবীর জুন মাসে প্রথমবারের মতো ঋতুস্রাব হয়। রাজা শব্দটি রাজস্বলা থেকে এসেছে যার অর্থ ঋতুমতী মহিলা। রাজা উৎসব বর্ষাকালকে স্বাগত জানায় এবং ভাল চাষের জন্য মাতৃভূমির পূজা করা হয়। উৎসবের তিন দিন বাড়ির মহিলাদের ঘরের কাজ থেকে বিরতি দেওয়া হয়।

Raja Sankranti Messages (File Image)

 

Raja Sankranti Messages (File Image)

 

Raja Sankranti Messages (File Image)

 

Raja Sankranti Messages (File Image)

 

Raja Sankranti Messages (File Image)

রাজা সংক্রান্তি ওড়িশার অন্যতম প্রধান উৎসব। তিন দিনব্যাপী এই উৎসব পালন করা হয়। এই উৎসবের প্রথম দিন রাজা সংক্রান্তি, দ্বিতীয় দিন মিথুন সংক্রান্তি এবং তৃতীয় দিন ভূদহ বা বাসি রাজা হিসেবে পালিত হয়।