National Ayurveda Day 2023: জাতীয় আয়ুর্বেদ দিবস কবে, জানুন গুরুত্ব

এবার আয়ুর্বেদ দিবসের মূল কথা হল, প্রতিদিন প্রত্যেকের জন্য আয়ুর্বেদ। এই ট্যাগলাইন দিয়েই এবার পালন করা হবে জাতীয় আয়ুর্বেদ দিবস।

Ayurveda Day (Photo Credit: Latestly)

এসে গেল ধনতেরাস। এই ধনতেরাস যেমন ধুমধাম করে পালন করা হয় গোটা দেশে, তেমনি ওই একই দিনে পালন করা হয় আয়ুর্বেদ দিবসও। এবার আয়ুর্বেদ দিবসের মূল কথা হল, প্রতিদিন প্রত্যেকের জন্য আয়ুর্বেদ। এই ট্যাগলাইন দিয়েই এবার পালন করা হবে জাতীয় আয়ুর্বেদ দিবস। আয়ুর্বেদের গুরুত্ব কতটা তা বোঝাতেই গোটা দেশ জুড়ে প্রত্যেকবার পালন করা হয় আয়ুর্বেদ দিবস। মানুষের শরীরে বিভিন্ন রোগের চিকিৎসায় , চোখ, কান, নাক, ত্বক ভাল রাখতে আয়ুর্বদের জুড়ি মেলা ভার। তাই আয়ুর্বেদের প্রসার ঘটাতে, প্রত্যেক বছর বিশেষভাবে পালন করা হয় এই দিনটিকে।

জাতীয় আয়ুর্বেদ দিবসে প্রত্যেককে এই দিনের কথা স্মরণ করান...

জাতীয় আয়ুর্বেদ দিবসে প্রত্যেককে এই দিনের গুরুত্ব বোঝান...

হোয়াটস অ্যাপ করে, মেসেজের মাধ্যমে প্রত্যেককে আয়ুর্বেদের তাৎপর্য বোঝান প্রতিদিনের জীবনে..

প্রত্যেক বছর ধনতেরাসের দিনই পালন করা হয় জাতীয় আয়ুর্বেদ দিবস...



@endif