Promise Day 2024: প্রমিস ডে-তে ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক করুন মজবুত, শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা...
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day), ভালোবাসা দিন। তবে ১৪ ফেব্রুয়ারির আগেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইনস উইক (Valentine's Week), ভালোবাসার সপ্তাহ। ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি হল রোজ ডে (Rose Day)। ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে (Propose Day), ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে (Chocolate Day) ১০ ফেব্রুয়ারি প্রমিশ ডে (Promise Day)। প্রতিজ্ঞা দিবস যেকোনও সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিন।
ভালবাসার বন্ধনের আগে, দুজনের মধ্যে বিশ্বাসের বন্ধন তৈরি হওয়া উচিত। এতে সম্পর্কে সহজে ভাঙন ধরে না। তবে এই বিশ্বাস কিভাবে আসবে? এর জন্য শুধু একটি সুন্দর বার্তা টাইপ করে আপনার পছন্দের মানুষদেরকে পাঠিয়ে দিতে হবে। যদি আপনার কাছে ভালো বার্তা বা শব্দের অভাব হয়, তবে আমাদের দেওয়া বার্তাগুলির মধ্যে পছন্দ মতো একটি নিজের প্রিয়জনকে পাঠিয়ে দিতে পারেন।
'হ্যাপি প্রমিস ডে'