Maharana Pratap Death Anniversary Image Quote: নিজ মাতৃভূমির স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী মহারানা প্রতাপ সিংহের আজ মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধাঞ্জলি জানাতে শেয়ার করুন

১৫৯৭ সালে এক শিকার অভিযানের সময় দুর্ঘটনায় পতিত হয়ে আহত হন মহারানা প্রতাপ। এই দুর্ঘটনাই তার মৃত্যুর কারণ হয়। ১৯ জানুয়ারী, ১৫৯৭ মেবারের এই সিংহ, বীর যোদ্ধা, ভারতবর্ষের অন্যতম স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা পরপারে পাড়ি জমান।

সৌর্যে, বীরত্বে পরিপূর্ণ রাজপুত রাজা মহারানা প্রতাপের আজ মৃত্যু বার্ষিকী। যাকে দেখে ভয়ে সামাজ্রবাদী মুঘলরাও কাঁপতো। তাঁর এই সাহসিকতার কারণে ভারতের ইতিহাসে হিন্দু রাজা মহারানা প্রতাপের নাম অমর হয়ে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বীরযোদ্ধা মহারানা প্রতাপ সিংহ সম্পর্কে কবিতায় বলেছেন-

“তোমার আসন শূন্য আজি,

হে বীর পূর্ণ কর ঐ যে দেখি বসুন্ধরা কাঁপল থরথর।

বাজল তূর্য আকাশ পথে,

সূর্য আসেন অগ্নিরথে, আকাশপথে,

এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধর।

ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী।

অমর বীর্য সহায় তোমার, সহায় বর্জ্রপাণি।

দুর্গম পথ সগৌরবে, তোমার চরণচিহ্ন লবে, সগৌরবে। চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পর।”

নিজ মাতৃভূমির স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী, সাহস আর বীরত্বের প্রতীক স্বাভিমানী দেশভক্ত মেওয়ারের মহানায়ক মহারানা প্রতাপ সিংহের আজ মৃত্যুবার্ষিকী। ১৫৯৭ সালে এক শিকার অভিযানের সময় দুর্ঘটনায় পতিত হয়ে আহত হন মহারানা প্রতাপ। এই দুর্ঘটনাই তার মৃত্যুর কারণ হয়। ১৯ জানুয়ারী, ১৫৯৭ মেবারের এই সিংহ, বীর যোদ্ধা, ভারতবর্ষের অন্যতম স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা পরপারে পাড়ি জমান।  তিনি আমৃত্যু শত্রুর বশ্যতা স্বীকার করেননি, স্বাধীনতার জন্যেই তিনি বেঁচেছেন, লড়েছেন, স্বাধীনতার স্বপ্ন দু’চোখে নিয়েই তিনি নিজের জীবনকাল পূর্ণ করে পৃথিবী ছেড়েছেন। একজন মহারানা প্রতাপ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা আদায়ে বিরামহীন প্রয়াসের মূর্ত প্রতীক। মুক্তিকামী মানুষের চিরন্তন প্রেরণার উৎস হয়েই থাকবেন তিনি।