Shreyas Iyer: মুম্বইয়ে অভিজাত এলাকায় ফের ফ্ল্যাট কিনলেন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার

মুম্বইয়ে অভিজাত ফ্ল্যাটের মালিক হলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক তথা জাতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার।

Shreyas Iyer. (Photo Credits: BCCI)

মুম্বইয়ে অভিজাত এলাকায় ফের ফ্ল্যাট কিনলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক তথা জাতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বছরে ১২ কোটি ২৫ লক্ষ টাকার চুক্তিতে নাইট রাইডার্সের হয়ে খেলা শ্রেয়স ওর্লির অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনলেন। এর আগে মুম্বইয়ের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। সেখানেই মা-কে নিয়ে থাকেন কেকেআরের অধিনায়ক। এবার ওর্লির আদর্শ নগরের ত্রিবেণী ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের এক অভিজাত বিল্ডিংয়ের ২ তলায় ফ্ল্যাট কিনলেন শ্রেয়স। ৫২৫ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা কিনতে শ্রেয়সের খরচ হল ২ কোটি ৯০ লক্ষ টাকা। শ্রেয়স তাঁর মা রোহিনী আইয়ারের নামে এই ফ্ল্যাট কিনেছেন বলে খবর।

এখন শ্রেয়স তাঁর মা-কে নিয়ে থাকে ৭৬ তলা 'লোধা ওয়ার্ল্ড টাওয়ার্স ওয়ান'-এর ৪৮ তলায়। জানলা খুললেই গোটা মুম্বই ছবির মত সুন্দর ফ্রেমে হাজির হয়, এমন লোধা ওয়ার্ল্ড টাওয়ার্সে ১৫টি দেশের এক হাজারের বেশী মানুষ থাকেন। এই অভিজাত ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফুটের দাম গড়ে ৫৫ হাজার টাকা।

২৯ বছরের শ্রেয়স দেশের হয়ে এখনও পর্যন্ত ১৪টি টেস্ট, ৬২টি ওয়ানডে ও ৫১টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত মরসুমে শ্রেয়স বিসিসিআইয়ের চুক্তির বি গ্রেডের ক্রিকেটার হিসেবে বার্ষিক ৩ কোটি টাকা পেতেন কেকেআর অধিনায়ক। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ার শাস্তি হিসেবে শ্রেয়স ও ইসান কিষাণকে বোর্ডের চুক্তিবদ্ধ তালিকা ক্রিকেটারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। বোট, রামরাজ, ড্রিম ১১, ওপো সহ বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার মোটা টাকার চুক্তিতে বিজ্ঞাপন করেন শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা সরে গেলে ওয়ানডে-তে ভারতের অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নাম উঠে আসছে।

ওয়ানডে দলের নিয়মিত সদস্য হলেও টেস্ট এবং টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স।