Jhulan Yatra 2024: হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ঝুলনের দোলনা, আপনার জন্য রইল ঝুলন সাজানোর আকর্ষণীয় ভিডিও

বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। মনে করা হয় বৃন্দাবনে রাধা-কৃষ্ণর প্রেমলীলাকে কেন্দ্র করে এই ঝুলন উৎসবের সূচনা।

Jhulan Yatra (Photo Credit: X)

Janmashtami: হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ঝুলনযাত্রা (Jhulan Yatra)। শ্রাবণ মাসে একাদশী থেকে পাঁচদিন ধরে পালন হয় ঝুলন উৎসব। বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। মনে করা হয় বৃন্দাবনে রাধা-কৃষ্ণর প্রেমলীলাকে কেন্দ্র করে এই ঝুলন উৎসবের সূচনা হয়। ঝুলন শব্দের অর্থ দোলনা। ঝুলন উৎসবে ভক্তরা রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দোলনায় বসিয়ে পুজো করেন। পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব। তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলন সাজানোর উৎসাহও কম নয়। গাছপালা, ফুল ও অন্যান্য জিনিষ দিয়ে ঝুলন সাজানোর পদ্ধতি বেশ আকর্ষণীয়।

আপনার জন্য ঝুলন সাজানোর কিছু আকর্ষণীয় ভিডিও

 

ঝুলন সাজানোর ভিডিও

 

ঝুলন সাজানোর ভিডিও