International Sex Workers Day: পেটের টানে পেশা, তাও যৌন কর্মীদের দিক থেকে মুখ ফিরিয়ে সমাজ
যৌনকর্মীরা আইনত তাঁদের অধিকার পেলেও অন্যান্য কর্মীর মতো সম্মান কি তাঁরা পান!
নয়াদিল্লি : যৌনকর্মীরা আইনত তাঁদের অধিকার পেলেও অন্যান্য কর্মীর মতো সম্মান কি তাঁরা পান! বছরের পর বছর ধরে ওঁরা লড়ে চলছে সমাজে নিজের প্রাপ্য সম্মান ও অধিকার পেতে। যৌনকর্মীদের সম্মান জানিয়ে প্রতি বছর জুন মাসের ২ তারিখ আন্তর্জাতিক যৌনকর্মী দিবস (International Sex Workers Day) পালিত হয়।
আন্তর্জাতিক যৌনকর্মী দিবসের ইতিহাস
১৯৭০-এর দশকে, ফরাসি পুলিশ যৌনকর্মীদের কাজ গোপনে করতে বাধ্য করছিল। ফলে যৌনকর্মীদের সুরক্ষা কমে যায়, এর ফলে তাঁদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল। দীর্ঘ দিন বিভিন্ন সমস্যা সইতে সইতে তাঁরা মিলিত ভাবে গর্জে ওঠেন।
১৯৭৫ সালে ২ জুন ফ্রান্সের লিওনে প্রায় ১০০ জন যৌনকর্মী সেন্ট নিজিয়ার চার্চ দখল করে ধর্মঘট শুরু করে। যৌনকর্মীরা তাঁদের জীবনযাপনের অবস্থা তুলে ধরে, ন্যায় বিচারের দাবিতে অনড় থাকেন। এই পদক্ষেপ একটি জাতীয় আন্দোলনের জন্ম দেয় এবং দিনটি এখন ইউরোপ এবং সারা বিশ্বে আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস হিসেবে পালিত হয়।
গত বছর ভারতের সুপ্রিম কোর্ট যৌনকর্মকে পেশা হিসাবে স্বীকার করে নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় যে, যৌনকর্মীদের মর্যাদা এবং সাংবিধানিক অধিকার রয়েছে। ঠিক যেমন ভাবে অন্যান্য যে কোনও পেশার ক্ষেত্রে রয়েছে।
আগামীকাল যৌনকর্মীদের প্রতি সম্মান জানতে কতগুলি শুভেচ্ছা বার্তা উল্লেখ করা হচ্ছে যা, আপনি সামাকিজ মাধ্যমে আপনার প্রিজনদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
যৌনকর্মীরা তাঁদের জীবন যাপনের জন্য এই পেশা বেঁছে নিয়েছে। তাই তাঁদের অন্যান্য কর্মীদের মতোই ভাবুন।
যৌনকর্মীরা টাকার জন্য কাজ করে। তাঁরা কারও কাছে অনুগ্রহ চাই না, নিজেদের মানসিক, শারীরিক শ্রম বিনিময়ে তাঁরা টাকা উপার্জন করে।
যৌনকর্মীদের নিয়ে সমাজে সচেনতা বাড়ান।তাঁদের কথা শুনে জেন আপনার মাথা হেট না হয়, বরং তাঁদের অধিকার নিয়ে কথা বলুন যাতে সমাজে তাঁদের প্রতি সজেতনতা গড়ে ওঠে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)