International Plastic Bag Free day 2023 : পরিবেশ রক্ষার্থে বন্ধ করতে হবে প্ল্যাস্টিকের ব্যবহার, আন্তর্জাতিক প্ল্যাস্টিক ব্যাগ মুক্ত দিবসের ইতিহাস ও গুরুত্ব জানুন

আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। বর্তমানে পরিবেশে প্লাস্টিক ব্যাগ দূষণ নিয়ে চিন্তিত বিশ্বের সমস্ত পরিবেশ বিজ্ঞানী।

International Plastic Free day

নয়াদিল্লি : আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। বর্তমানে পরিবেশে প্লাস্টিক ব্যাগ দূষণ নিয়ে চিন্তিত বিশ্বের সমস্ত পরিবেশ বিজ্ঞানী। তাই পরিবেশে প্লাস্টিক ব্যবহার এবং দূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস (International Plastic Bag Free day) পালন হয়। পরিবেশ ও জীবের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় এই দিবস পালনের মূল লক্ষ্য।

জিরো ওয়েস্ট ইউরোপ ২০০৩ সালে ৩ জুলাই প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করে, তারপর ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্বে একক-ব্যবহারের প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে কিছু নির্দেশনা পাস করে। তারপর থেকে এই দিনটি উদযাপন করা হয়। প্রতি বছর এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল মানুষকে প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক দিকটি সম্বন্ধে অবগত করানো এবং ভবিষ্যতের জন্য এক প্লাস্টিক মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তোলা।

কেন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা অনুচিত?

প্লাস্টিক-কে সহজে ধ্বংস করা অসম্ভব। প্লাস্টিক-কে যদি পোড়ানো হয় তখন সেটি বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে যা মানবশরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি কর। প্লাস্টিকের বর্জ্য পদার্থ যদি জলে ফেলা হয় তাহলে তা জলক সমস্ত প্রানীর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। সবদিকথেকেই প্লাস্টিক একটি সাংঘাতিক ক্ষতিকর বস্তু। এগুলি মাটিতে মিশে যেতে সময় লাগে কমপক্ষে ১০০ বছর। তার উপর রয়েছে এর নানা রকম কুপ্রভাব। স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, আমাদের চারপাশের জন্য। দেখা গিয়েছে দেশের বড়-বড় মেট্রো শহরগুলি প্রায়ই অল্প বৃষ্টিতে বানভাসি পরিস্থিতির সম্মুখীন হয়। তার অন্যতম কারণ প্লাস্টিক ব্যাগ।

আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস ২০২৩ থিম

প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে এবছর আন্তর্জাতিক দিবসের জন্য কোন নির্দিষ্ট থিম নেই। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসের প্রাথমিক উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা। আরও পড়ুন :  International Plastic Bag Free Day 2023: পরিবেশ বাঁচাতে বাদ দিতেই হবে প্লাস্টিক,বিশ্বজুড়ে পালিত ইন্টারন্য়াশনাল প্লাস্টিক ব্যাগ বিরোধী দিবস



@endif