International Chocolate Day 2023 Wishes: চকলেট দিবস উদযাপনে নেটিজিনদের উষ্ণ শুভেচ্ছা বার্তা, দেখুন

আজ ১৩ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চকলেট দিবস। ইউএস ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন ১৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক চকোলেট দিবস হিসেবে ঘোষণা করে।

কলকাতা: আজ ১৩ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চকলেট দিবস। ইউএস ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন ১৩ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক চকোলেট দিবস (International Chocolate Day) হিসেবে ঘোষণা করে। কারণ হার্শি চকোলেট কোম্পানির প্রতিষ্ঠাতা মিল্টন এস হার্শি ১৮৫৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক চকোলেট দিবস ২০২৩ উদযাপনের জন্য নেটিজেনরা এক্স হ্যান্ডেলে চকলেট নিয়ে বিভিন্ন শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন। তা দেখে নেওয়া যাক।

দেখুন টুইট



@endif