IPL Auction 2025 Live

Independence Day 2024, Tiranga DP: স্বাধীনতা দিবসে সকল ভারতীয় ডিসপ্লে পিকচার হোক তেরঙ্গা, বিনামূল্যে সংগ্রহ করুন এই সুন্দর ছবিগুলো

২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট । এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় হাজার হাজার বীর নিজেদের জীবনের তোয়াক্কা না করে দেশ স্বাধীন করার লড়াইয়ে নেমেছিলেন। তাদের সাহস ও আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন হয় আমাদের দেশ ভারত। প্রতিবছর এই দিনটি খুব ধুমধাম করে পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজের আয়োজন করা হয়।

কোনও দেশের ঐতিহ্য, মর্যাদা ও অখণ্ডতার প্রতীক হল সেই দেশের জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে ভারতীয়রা তাঁদের সোশ্যাল মিডিয়া (Social Media), অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের প্রোফাইল ডিপি পরিবর্তন করে দিন জাতীয় পতাকার ছবি।

ভারত আমাদের ভালোবাসা

 

সকলে একজোট হয়ে বলি বন্দেমাতরম

 

সব ধর্ম-জাতি মিলিয়ে ভারতবর্ষ। আমদের একটাই নাম আমরা ভারতীয়।
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা