Recognize Negative People : দিন দিন নেতিবাচক হয়ে পড়ছেন? কেন হচ্ছে এমনটা! জেনে নিন
আপনার মানসিকাতা কি দিন দিন নেতিবাচক হয়ে পড়ছে? আপনার আসেপশের নেতিবাচক মানুষগুলোর (Negative People) থেকে নিজের অজান্তেই প্রভাবিত হচ্ছেন না তো?
কলকাতা : আপনার মানসিকাতা কি দিন দিন নেতিবাচক হয়ে পড়ছে? আপনার আশেপাশের নেতিবাচক মানুষগুলোর (Negative People) থেকে নিজের অজান্তেই প্রভাবিত হচ্ছেন না তো?
অকারণে অন্যের প্রতি হিংসা করা, নিজের দুঃখে সারাক্ষণ কান্নাকাটি করা, খারাপ কাজ করা এসব অভ্যাস যদি আপনার আশেপাশের কোনও মানুষের মধ্যে থাকে, তাহলে এই ধরনের লোকদের থেকে যত তাড়াতাড়ি দূরত্ব বজায় রাখবেন ততই মঙ্গল।
এই ধরনের মানুষের নেতিবাচক আচরণ আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে। এই ধরনের লোকেরা, যারা নিজেদেরকে সেরা মনে করে, তারা কেবল চারপাশের পরিবেশ নষ্ট করার কাজ করে। তাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিরক্ত করা।তাই আপনার আশেপাশেও যদি এমন মানুষ থাকে, তাহলে তাদের থেকে অবিলম্বে দূরে থাকাই ভালো।
আপনার চারপাশে থাকা নেতিবাচক মানুষদের চিনতে সাহায্য করবে এই লক্ষণগুলি-
নেতিবাচক লোকেরা সবকিছুতে ঠাট্টা করতে পছন্দ করে, তাঁরা তাদের ভুলকে অতিরঞ্জিত করে দেখায়।
নেতিবাচক লোকেরা সরসময় কান লাগিয়ে অন্যের কথা শোনার চেষ্টা করে। তারপর সেসব কথা রঙ চড়িয়ে অন্যদের কাছে উপস্থাপন করে।
যারা অন্যদের প্রতি ঈর্ষান্বিত বা নেতিবাচক আচরণ করে, তারা প্রতিটি ছোটখাটো বিষয়ে প্রতিক্রিয়া দেখায়। এরা অন্য লোকদের ছোট করার জন্য যে কোনও নিচু পর্যায়ে পর্যন্ত যেতে পারে। এধরনের মানুষ বিশ্বাসযোগ্য নয়। অন্যের পুরো কথা শোনার আগে নিজের প্রতিক্রিয়া জানানো এই লোকদের অভ্যাস।